রবিবার, মে ৫, ২০২৪
13.4 C
Toronto

Latest Posts

পরিদর্শন ছাড়াই বাড়ি কেনার বিপত্তি

- Advertisement -
ছবি/জ্যাকুজ বপ

নতুন বাড়িতে ওঠার পরই বিপর্যয়ের সম্মুখীন হন অন্টারিওর এক দম্পতি। পরিদর্শন ছাড়াই বাড়িটি কিনেছিলেন তারা এবং বাড়িতে ওঠার ওপর দেখতে পান রান্না ঘরে মাশরুম জন্মেছে, ছাদ বেয়ে পানি পড়ছে। মেগান ডারাচ ও তার স্বামী গত আগস্টে অন্টারিওর গ্র্যাফটনের উত্তরের বাড়িটি ৫ লাখ ডলারে কেনেন।

ডারাচ বলেন, আরও দুটি দরকে হটিয়ে বাড়িটি আমরা কিনেছি। বাড়িটি যখন আমরা কিনি তখন বাজার ছিল উন্মত্ত। এই বাড়িটি কেনার আগে আরও অন্তত ২০টি বাড়ি আমরা দেখেছিলাম। এটা নিয়ে তিনটি বাড়ির দর প্রস্তাব করেছিলাম। সবাই এতো বেশি দাম প্রস্তাব করছিল যে, দুই দিনের বেশি বাজারে বাড়ি অবিক্রিত থাকছিল না। আপনি যদি কিনতে চান তাহলে ঝাপিয়ে ছাড়িয়ে উপায় ছিল না তখন।

- Advertisement -

একক পরিবারের বাড়িটি চার শয়নক্ষবিশিষ্ট। বাথরুম রয়েছে দেড়টা। এছাড়াও রয়েছে একটি অ্যাটাচড গ্যারাজ এবং আধা একর জমির ওপর একটি ইয়ার্ড। ডারাচ ও তার স্বামীর বর্ধিত পরিবারের জন্য এটাই যথেষ্ট। ডারাচ বলছিলেন, আমরা সত্যিই এই বাড়িটিই চাইছিলাম।

বাড়িটি ১৯৮৭ সালে নির্মিত হওয়ায় কিছুটা যতœ যে প্রয়োজন, ডারাচ সে ব্যাপারে অবগত ছিলেন। কিন্তু এতোটা খারাপ হবে ধারণা করেননি। পুরো বাড়িটি মেরামত করতে কতদিন লাগবে, খরচই বা কি পরিমাণ হবে সে ব্যাপারে কোনো ধারণা করতে পারছেন না ডারাচ।

অন্টারিও অ্যাসোসিয়েশন অব হোম ইনসপেক্টরসের প্রেসিডেন্ট লেই গেট বলেন, গত দেড় বছর ধরে ক্রেতাদের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতার কারণে এই দম্পতির মতো আরও অনেকেই একই পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

বাড়ি পরিদর্শনের খরচ প্রদেশের একেক জায়গায় একেক রকম। এটা নির্ভর করে বাড়ির অবস্থান ও আকারের ওপর। তবে পরিদর্শন ব্যয় সাধারণত ৪৫০ থেকে ৬৫০ ডলারের মধ্যে হয়ে থাকে বলে জানান গেট।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.