শুক্রবার, মে ১০, ২০২৪
12.2 C
Toronto

Latest Posts

সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ২২৯ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা

- Advertisement -
আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত সজ্জন

সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত শরনার্থীদের আশ্রয়দাতা দেশ ও সিরিয়াকে কানাডা ২২৯ মিলিয়ন বা ২২ কোটি ৯০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত সজ্জন। সহায়তার মধ্যে ১৬ কোটি ৯০ লাখ ডলার ব্যয় হবে খাদ্য, সুপেয় পানি ও স্বাস্থ্য সেবায়। যৌন ও গার্হস্থ সহিংসতার শিকার নারীদের জন্যও এ অর্থ ব্যয় করা হবে।

সিরিয়া সংকটের স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজে দেখতে ব্রাসেলসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কানাডা।

- Advertisement -

প্রতিশ্রুত সহায়তার একটি অংশ পাবে লেবানন, জর্ডান এবং ইরাকও, যেখানে সিরিয়ার অনেক শরনার্থী পালিয়ে আশ্রয় নিয়েছেন। সহায়তার কিছু অংশ এই অঞ্চলের জন্য খাদ্যশস্য কেনায় ব্যয় করা হবে। অঞ্চলটি খাদ্যশস্য বিশেষ করে গমের জন্য ইউক্রেনের ওপর নির্ভরশীল। জাতিসংঘ এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থার মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.