রবিবার, মে ১২, ২০২৪
14.8 C
Toronto

Latest Posts

আবাকানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

- Advertisement -
সংগঠনের পক্ষ থেকে টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থ এলাকায় নির্মিত শহীদ মিনারে পুস্তস্তবক প্রদান ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়

কানাডায় বাংলাদেশের কৃষিবিদদের সংগঠন আবাকান (Association of Bangladeshi Agriculturists in Canada)কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এ উপলক্ষে ২১ তারিখ রাত ১২.০১ মিনিটে সংগঠনের পক্ষ থেকে টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থ এলাকায় নির্মিত শহীদ মিনারে পুস্তস্তবক প্রদান ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

পুস্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ আসাদুজ্জামান মিলু, কৃষিবিদ ডঃপ্রশান্ত কুমার সর্দার, কৃষিবিদ জাকারিয়া মোঃমহিউদ্দিন, কৃষিবিদ গোলাম আযম চৌধুরি, কৃষিবিদ হাসমত আরা চৌধুরি জুই, কৃষিবিদ জিয়াউল আহসান চৌধুরি, কৃষিবিদ এ কে এম গোলাম কিবরিয়া কৃষিবিদ ডঃ মোঃ জিয়াউল হক, প্রমুখ । এরপর ২১-এর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় I

- Advertisement -

এর আগে আবাকান এক্সিকিউটিভ কমিটির সদস্যরা ৩০০০ ড্যানফোর্থে একত্রিত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পুষ্পস্তবক বানানোতে অংশ গ্রহণ করেন I কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে শহীদদের সন্মানার্থে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য আবাকান-এর সভাপতি কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান মিলু সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান I অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিস্রম করেছে তাদের প্রতি তিনি আবাকান এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন I প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.