বুধবার, মে ১, ২০২৪
7.7 C
Toronto

Latest Posts

মিমিকো ক্রিকের কাছে শত শত পরিত্যক্ত টায়ার ফেলা হচ্ছে

- Advertisement -
মিমিকো ক্রিক অবৈধ ডাম্পিংয়ের লক্ষ্যে পরিণত হয়েছে বলে জানিয়েছে সিটি অব টরন্টো

মিমিকো ক্রিক অবৈধ ডাম্পিংয়ের লক্ষ্যে পরিণত হয়েছে বলে জানিয়েছে সিটি অব টরন্টো। মাসের পর মাস ধরে একটি সেতুর নিচে ও পানির উৎসের কাছে শত শত টায়ার স্তূপ করে রাখা আছে।

এ সপ্তাহের গোড়ার দিকে অপরিচিত সামগ্রী পানিতে ছেড়ে দেওয়ার পর পরিবেশকর্মীরা ইটোবিকোক ক্রিক পরিচ্ছন্ন করেন। সিটির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এটা ছিল পাশর্^বর্তী একটি কনসার্ট ভেন্যু থেকে নির্গত তেলের মতো দ্রব্য এবং পরিচ্ছন্নতা অভিযান এখনো চলমান রয়েছে। টরন্টো ওয়াইল্ডলাইফ কর্মকর্তারা একটি হাস উদ্ধার করেছেন।

- Advertisement -

মিমিকো ক্রিকের পাশে অবৈধ ডাম্পিংয়ের অভিযোগ অনেকদিন ধরেই পেয়েছে আসছে। সূত্রগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে স্কাইওয়ে এভিনিউয়ের কাছে রয়্যাল উডবাইন গল্ফ কোর্সের একটি সেতুর নিচে টায়ার ফেলে রাখা হয়েছে। শত শত টায়ার মিমিকো ক্রিকের কাছে ফেলে রাখা হয়েছে এবং ক্রুরা সেগুলো অপসারণের চেষ্টা করছেন।

লরা ম্যাককিলান বলেন, টায়ারের সংখ্যা অনেক বেশি হওয়ায় কাজটি শেষ করতে বেশ কয়েকদিন লেগে যাবে। পুনপ্রক্রিয়াজাত করার আগ পর্যন্ত সিটি কর্তৃপক্ষ টায়ারগুলো সংরক্ষণ করবে।

১২ এপ্রিল সিটি ক্রুদের ক্রিকে দেখা গেলেও সিটির লিটারিং অ্যান্ড ডাম্পিং আইনের আওতায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো পরিস্কার নয়। আইনে এ ধরনের কাজের জন্য ৫০০ ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। সিটির মিউনিসিপাল কোড লিস্টে টায়ারকে নিষিদ্ধ বর্জ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বাই-লটিতে বলা হয়েছে, নগরীর অভ্যন্তরে কোনো জমি তা সে ভবন হোক বা পুকুর, হ্রদ কিংবা জলধারা কেউ কোনো বর্জ্য রাখতে, ডাম্প করতে ও মজুদ করতে পারবে না। অনুচ্ছেদ ৮৪১ অনুযায়ী অনুমতি পেলেই কেবল এর ব্যতিক্রম হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.