সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

২৩২ কর্মীকে বরখাস্ত করেছে সিআরএ

- Advertisement -
কোভিড-১৯ মহামারির সময় মিথ্যা তথ্য দিয়ে ফেডারেল ইনকাম বেনিফিট গ্রহণ করার অপরাধে এখন ২০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করেছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ)

কোভিড-১৯ মহামারির সময় মিথ্যা তথ্য দিয়ে ফেডারেল ইনকাম বেনিফিট গ্রহণ করার অপরাধে এখন ২০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করেছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ)। সংস্থাটি বলেছে, ১৫ মার্চ পর্যন্ত অন্যায়ভাবে কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিটের জন্য আবেদন করায় ও সুবিধা গ্রহণ করায় ২৩২ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ডিসেম্বরের পর থেকে যা ৪৭ জন বেশি।

সংক্ষেপে সিইআরবি নামে পরিচিত এই সুবিধার আওতায় মহামারির সময় আরোপিত জনস্বাস্থ্য বিধিনিষেধের কারণে যারা চাকরি হারিয়েছিলেন তাদেরকে প্রতি মাসে ২ হাজার ডলার করে দেওয়া হয়। কেউ যদি সিইআরবির অর্থ এখনো ফেরত না দিয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে তা ফেরত দিতে হবে।

- Advertisement -

এ ঘটনায় সংস্থাটি একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করে। তাতে ৬০০ কর্মীকে অধিকতর তদন্তের জন্য চিহ্নিত করা হয়। তবে তাদের মধ্যে সবাই যে এই সুবিধার জন্য অযোগ্য ছিলেন এমন নয়। কারণ তাদের মধ্যে কেউ কেউ শিক্ষার্থী ছিলেন। কেউ আবার ছিলেন অস্থায়ী কর্মী।

সিআরএ বলেছে, পর্যালোচনায় এখন পর্যন্ত ১৩৩ জন সঠিকভাবে সুবিধাটি নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ হিসাবে বাকি ২৩৫ জনের ব্যাপারে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.