শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

দুই বছর ধরে হকি রিংক চালু নেই

- Advertisement -
ফ্রাঙ্ক কাপুটো গত মাসে লা মাকাজা ইনস্টিউটশন পরিদর্শন করেন

লা মাকাজা ইনস্টিটিউশনে দুই বছর ধরে সচল কোনো আইস হকি রিংক নেই বলে জানিয়েছে কানাডার প্রিজন সার্ভিস। কনজার্ভেটিভ এমপির এক প্রশ্নের উত্তরে এ কথা জানানো হয়।

ফ্রাঙ্ক কাপুটো গত মাসে লা মাকাজা ইনস্টিউটশন পরিদর্শন করেন। তিনি বলেন, পল বার্নাডোর নিজস্ব সেল পরিদর্শনের পর এই সিরিয়াল ধর্ষক ও খুনীর মুখোমুখিও হন।

- Advertisement -

কুখ্যাত খুনীদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার নিন্দা জানান কাপুটো। তবে কারেকশনাল সার্ভিস কানাডা বলেছে, কারাগারটিতে বর্তমানে কোনো সচল হকি রিংক অথবা টেনিক কোর্ট নেই। মন্ট্রিয়ল থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটি।

সংস্থাটির মুখপাত্র কেভিন অ্যান্টনুচ্চি এক ইমেইল বার্তায় জানান, এমপি যখন পরিদর্শনে গিয়েছিলেন বার্নার্ডো তখন কারাগারের হলওয়ের অন্য প্রান্তে ছিলেন। সে সময় তারা একে অপরকে দেখে থাকতে পারেন। যদিও তাদের মধ্যে কোনো কথা হয়নি।

অন্টারিওর এক কারাগারে দশক ধরে রাখার পর গত বছর বার্নার্ডোকে মধ্যম নিরাপত্তাসম্বলিত একটি কারাগারে স্থানান্তরিত করা হয়। এ নিয়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ ছড়ায়। টোরিরা সর্বোচ্চ নিরাপত্তাসম্বলিত কারাগারে তাকে ফিরিয়ে আনার দাবি জানায়।

১৯৯০ এর দশকে অন্টারিওর সেইন্ট ক্যাথারিন্সে ১৫ বছর বয়সী ক্রিস্টেন ফ্রেঞ্চ ও ১৪ বছর বয়সী লেসলি মাহাফিকে যৌন নির্যাতন ও হত্যার দায়ে কারাভোগ করছেন বার্নার্ডো। ১৯৯০ সালের ডিসেম্বরে ১৫ বছর বয়সী ট্যামি হোমোল্কার খুনের ঘটনায়ও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। হোমোল্কা ছিল তার তৎকালীন স্ত্রী কার্লা হোমোল্কার ছোট বোন। বিপজ্জনক অপরাধী হিসেবে চিহ্নিত বার্নার্ডো আরও ১৪ জন নারীর ওপর যৌন নির্যাতন চালানোর কথা স্বীকার করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.