শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

উপসানালয়ের ১০০ মিটারের মধ্যে বিক্ষোভ নিষিদ্ধ করতে চান ভন মেয়র

- Advertisement -
বিদ্বেষ, অসহিষ্ণুতা ও সহিংতা ছড়াতে পারে উপাসানালয়, স্কুল ও চাইল্ডকেয়ার হোমের বাইরে এ ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করতে চান ভনের মেয়র স্টিভেন ডেল ডুকা

বিদ্বেষ, অসহিষ্ণুতা ও সহিংতা ছড়াতে পারে উপাসানালয়, স্কুল ও চাইল্ডকেয়ার হোমের বাইরে এ ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করতে চান ভনের মেয়র স্টিভেন ডেল ডুকা। এজন্য প্রস্তাবিত একটি বাইল অনুমোদনের সিটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহ ও মাসে নগরীতে একাধিক ভীতিকর কর্মকা-ের পর ১৮ মার্চ সকালে তার এই প্রস্তাব ঘোষণা করেন ডেল ডুকা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত নভেম্বরে চাবাড হাউস অব ম্যাপলে আমাদের কিছু বাসিন্দাকে ইহুদিবিদ্বেষী গ্রাফিতি মোকাবিলা করতে হয়। এর কয়েকদিন পর জাফারি কমিউনিটি সেন্টারের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া হয়। অতি সম্প্রতি থর্নহিলের সিনাগগ, স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টারের কাছে বৃহৎ ও কদর্য বিক্ষোভ দেখা গেছে। বাসিন্দদের জন্য এটা খুবই উদ্বেগের।

- Advertisement -

ডেল ডুকার প্রস্তাবিত এই বাইল এসব স্থাপনার ১০০ মিটারের মধ্যে যেকোনো বিক্ষোভ নিষিদ্ধ করবে। কেউ এটা অমান্য করলে সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

তিনি বলেন, যথেষ্ট হয়েছে। আমরা যেসব বিক্ষোভ দেখতে পাচ্ছি সেগুলো শান্তিপূর্ণ নয়। এগুলো সম্মান প্রদর্শন করছে না। এগুলো আমাদের মূল্যবোধের প্রতিফলক নয়। কানাডিয়ানদের জন্য বিক্ষোভের অধিকার মৌলিক। তাই বলে এই অধিকার অসীম নয়।

১৮ মার্চ ডেল ডুকার উল্লেখ করা অন্তত একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় থর্নহিলের একটি সিনাগগের বাইরে। এ মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থী ওই বিক্ষোভে এক ব্যক্তি নেইল গান বহন করেন এবং বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইউজেএ ফেডারেশন অব গ্রেটার টরন্টো এবং সিআইজেএ (দ্য সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্স) এক যৌথ বিবৃতিতে ডেল ডুকার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে সিটি কাউন্সিলের প্রতি দ্রুত প্রস্তাবটি পাস করার আহ্বান জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.