শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

প্রাদেশিক কার্বন ট্যাক্সের সম্ভাবনা বাতিল

- Advertisement -

২০২৬ সালের নির্বাচনে তার দল নির্বাচিত হলে প্রাদেশিক কার্বন ট্যাক্স চালু করবেন না বলে জানিয়েছেন অন্টারিও লিবারেল নেতা বনি ক্রম্বি। গত ডিসেম্বরে অন্টারিও লিবারেল নেতা নির্বাচিত হওয়ার পর থেকে কার্বন ট্যাক্স ইস্যুতে তার দলের অবস্থানের ব্যাপারে প্রশ্নের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ প্রিমিয়ার ডগ ফোর্ড ক্রম্বিকে কার্বন ট্যাক্সের রানী তকমা দিয়েছেন।
কার্বন ট্যাক্স নীতি নিয়ে উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত এড়িয়ে গেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এর পরিবর্তে ফোর্ড সরকার কার্বন ট্যাক্সকে মনোযোগ ভিন্ন খাতে নেওয়ার কৌশল হিসেবে বেছে নিয়েছে। এবং পক্ষাবলম্বনের আগে তার দল হোমওয়ার্কগুলো সেরে নিচ্ছে।

- Advertisement -

১৮ মার্চ ক্রম্বি পরিস্কার করে জানান, প্রাদেশিক লিবারেল পার্টি যে ধরনের জলবায়ু পরিকল্পনাই দিক না কেন তাতে কার্বন ট্যাক্স থাকবে না। এক বিবৃতিতে তিনি বলেন, বড় দূষণকারীরা যাতে অর্থ পরিশোধ করে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু ভোক্তাদের ওপর অন্টারিও কার্বন ট্যাক্স আরোপ করব না। বরং, গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমি শক্তিশালী পদক্ষেপ চাই। বৈদ্যুতিক গাড়ি অবকাঠামোয় বিনিয়োগ চাই; বাসযোগ্য, হাটার উপযোগী কমিউনিটি গড়ে তুলতে ভূমি-ব্যবহার পরিকল্পনা সংস্কার চাই; আমাদের পানি, সংবেদনশীল ভূমি ও প্রকৃতি রক্ষা করতে চাই; আমাদের জ¦ালানি গ্রিডকে কার্বনমুক্ত করতে চাই; আমাদের খামারীদের পাশে দাঁড়াতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো পরিবারগুলোকে অধিক জ¦ালানিদক্ষ হতে সহায়তার মাধ্যমে তাদের অর্থ সাশ্রয়ে পাশে দাঁড়াতে চাই।

এর প্রতিক্রিয়ায় ফোর্ড সরকার বলেছে, ভোক্তাদের ওপর ক্রম্বির ট্যাক্স প্রত্যাখ্যান যথেষ্ট নয়। জ¦ালানিমন্ত্রী টড স্মিথ ১৮ মার্চ দিনের শেষ দিকে আইনসভায় বলেন, তিনি যেটা করেননি তা হলো তিনি বলেছেন যে, তিনি ফেডারেল কার্বন ট্যাক্সের বিপক্ষে। দুই সপ্তাহের মধ্যেই এটি ২৩ শতাংশ বাড়তে যাচ্ছে।

প্রোগ্রেসিভ কনজার্ভেটিভরাসহ আরও ছয় প্রাদেশিক নেতা ফেডারেল সরকারের প্রতি এই বৃদ্ধি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.