শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

পিডিআই কানাডার প্রতিবাদ সংহতি সভা অনুষ্ঠিত

- Advertisement -

গত ১৭ মার্চ রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার- প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার অনলাইন প্রতিবাদ এবং সংহতি সভা অনুষ্ঠিত।

- Advertisement -

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে দুই শিক্ষার্থী অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার আদেশের প্রতিবাদে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার অনলাইন প্রতিবাদ এবং সংহতি সভা অনুষ্ঠিত হয়। পিডিআই কানাডার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাশুক মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন এর সঞ্চালনায় কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশ থেকে বৃত্ত্বা রায় দীপা, ঋদ্ধ গাংগুলী এর মা; স্নিগ্ধা রেজোয়ানা, সহযোগী অধ্যাপক, নৃতত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মেঘমল্লার বসু সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্বিবদ্যালয় সংসদ; অনিরুদ্ধ দাশ অঞ্জন, সাবেক সভাপতি, জাহাঙ্গীর নগর বিশ্বিবদ্যালেয়র ছাত্র ইউনিয়ন; নূর এ তামীম স্রোত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৰ্তমান ছাত্র নেতা; নাসির উদ দুজা, বাংলােদশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপিত, ও সাবেক ডাকসু এজিএস।

এছাড়া সংহিত সূচক বক্তব্য রেখেছেন: আখতার সোবহান খান মাশরুর, সাবেক সভাপতি, গণতান্ত্রিক ছাত্র ইউিনয়ন; গাজী গোলাম মোস্তফা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপিত; আজিজুল মালিক মুক্তিজোদ্ধা ও পিডিআই এর প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক; বিদ্যুৎ রঞ্জন দে, ন্যাপ এর প্রাক্তন জাতীয় নেতা ও পিডিআই এর প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক; টরন্টোর একটিভিস্ট বিন্দু চৌধুরী; এবং যুক্তরাজ্য থেকে ড: রফিকুল ইসলাম জিন্নাহ।

বক্তারা বলেন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একটি প্রগতিশীল ছাত্র সংগঠন ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার বিষয়কে কেন্দ্র করে প্রশাসন ঐ ছাত্র সংগঠনের প্রধান দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। অবিলম্বে এই দুইজন ছাত্রনেতার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান। বক্তারা উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ে বিরুদ্ধ মত দমনের জন্য প্রশাসন নানা চতুরতার কৌশল নিচ্ছে কিন্ত এভাবে তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন দমাতে পারবেনা।

তারা দাবি করেন অনতিবিলম্বে নারীর প্রতি সহিংস আচরণকারি ধর্ষকদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়। এবং আশা করেন বিশ্ববিদ্যালয়কে ধর্ষক ও নিপীড়ক মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সকল মহল এগিয়ে আসবেন।

সভা বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু হয়ে এডভোকেট গোলাম আরিফ টিপু এবং শিল্পী সাদী মোহাম্মদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভার প্রারম্ভিক আলোচনা করেন পিডিআই কানাডার প্রাক্তন সমন্বয়ক মাহবুব আলম।
পিডিআই এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির জামান রাজু।

সভার সমাপনী বক্তব্য দেন পিডিআই কানাডার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ মাসুক মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.