সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
12.5 C
Toronto

Latest Posts

সামাজিক মাধ্যমে বেদনাদায়ক ঘটনার ছবি-ভিডিও পোস্ট না করার আহ্বান

- Advertisement -
বেদনায়ক কোনো ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে যারা তা পোস্ট করার চর্চা করেন তাদের প্রতি এগুলো গোপন রাখার আহ্বান জানিয়েছে পিল রিজিয়নের পুলিশ

বেদনায়ক কোনো ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে যারা তা পোস্ট করার চর্চা করেন তাদের প্রতি এগুলো গোপন রাখার আহ্বান জানিয়েছে পিল রিজিয়নের পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কনস্টেবল টাইলার বেল-মোরেনা জনগণকে এ কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, যদিও কোনো ঘটনায় লোকজনের গুরুতর আহত অথবা নিহত হওয়ার ফুটেজ শেয়ার করার অধিকার রয়েছে তারপরও চর্চাটি সঠিক নয় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সত্যিই খুব অসম্মানের।

তিনি বলেছেন, বহু ক্ষেত্রে এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারের যেসব সদস্যদের ভিডিওতে দেখানো হয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে ঘটনাটি জানতে পারেন। আপনার কোনো প্রিয়জন গুরুতর আহত হওয়ার পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়লে, তারা মারা গেলে অথবা তারা যখন মারা যায় সেই সময়কার ঘটনা দেখাটা কারো জন্যই ভালো কোনো অভিজ্ঞতা নয় এবং সেটা তারা দেখতেও চাইবেন না নিশ্চয়।

- Advertisement -

বেল-মোরেনা এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের ৯১১-এ কল করার এবং প্রয়োজন হলে ভুক্তভোগীকে জীবন রক্ষাকারী সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা এটা করেন তারা গুড সামারিটান অ্যাক্টের অধীনে দায় থেকে সুরক্ষিত থাকেন। আমরা বরং আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনার ফোনটি ভালো কাজে ব্যবহার করার এবং সাহায্যের জন্য ফোন করতে।

আপনারা যদি এ ধরনের ঘটনার ছবি অথবা ভিডিও নিয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এর জন্য ভয়াবহ প্রভাব ভুক্তভোগীদের ওপর পড়তে পারে সেটি বিবেচনায় নেওয়ার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.