সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
12.8 C
Toronto

Latest Posts

টরন্টো এরিয়ার দুই হাসপাতালে ৫ লিপ ডে শিশুর জন্ম

- Advertisement -
টরন্টো এরিয়ার দুটি হাসপাতালে ২৯ ফেব্রুয়ারি পাঁচটি লিপ ডে শিশু জন্ম নিয়েছে। ট্রিলিয়াম হেলথ পার্টনারস পরিচালিত ক্রেডিট ভ্যালি হসপিটালে শিশুগুলোর জন্ম হয়

টরন্টো এরিয়ার দুটি হাসপাতালে ২৯ ফেব্রুয়ারি পাঁচটি লিপ ডে শিশু জন্ম নিয়েছে। ট্রিলিয়াম হেলথ পার্টনারস পরিচালিত ক্রেডিট ভ্যালি হসপিটালে শিশুগুলোর জন্ম হয়। বিরল এই দিনে জন্মের যে আনন্দ তার ছবি শেয়ার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল নেটওয়ার্ক বলেছে, লিপ ডে নামে পরিচিত ২৯ ফেব্রুয়ারি প্রতি চার বছর পর একবারই আসে। এই দিনে জন্মগ্রহণকারীদের জন্মদিন হয়ে থাকে খুবই বিশেষ। হাসপাতাল নেটওয়ার্কটি মিসিসোগা হসপিটাল এবং কুইন্সওয়ে হেলথ সেন্টারও পরিচালনা করে থাকে।

- Advertisement -

সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণে পৃথিবারী সময় লাগে ৩৬৫ দশমিক ২৪ দিন। চার বছর পর ফেব্রুয়ারিতে একদিন অতিরিক্ত যোগ হয়। সেটাই ক্যালেন্ডারে যুক্ত করা হয়।
এদিকে ডাউনটাউন টরন্টোর ডিস্টিলারি ডিস্ট্রিক্টে ২৯ ফেব্রুয়ারি জন্মদিন উদযাপনকারী প্রাপ্তবয়স্কদের জন্য পার্টির আয়োজন করা হয়। ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারীদের জন্য সেখানে বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করা হয়।

৭৬ বছর বয়সী আর্নি এদিন তার ১৯তম জন্মবার্ষিকী উদযাপন করেন। হাসিমাখা মুখে তিনি বলছিলেন, এটা আমার ১৯তম জন্ম দিন। আমার ১৯তম জন্মদিন নয়। ১৯তম জন্ম দিন। সুতরাং, এখন আমি পান করার যোগ্যতা অর্জন করেছি।

২০১৯ সালের শুমারি অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী যে ২৫ হাজার কানাডিয়ান আছেন, আর্নি তাদের একজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.