শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

টরন্টোর দাবা টুর্নামেন্ট স্পেনে চলে যেতে পারে

- Advertisement -
ক্যান্ডিডেট টুর্নামেন্ট নামে এই আসর ৩ থেকে ২২ এপ্রিল পর্যন্ত গ্রেট হলে বসবে

আগামী মাসে টরন্টোতে অনুষ্ঠেয় সম্মানজনক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুদের জরুরিভিত্তিতে ভিসা দেওয়ার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেজ ফেডারেশন (এফআইডিই)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এফআইডিই বলেছে, বিভিন্ন দেশের খেলোয়াড়রা কয়েক মাস আগে ভিসার আবেদন জমা দিলেও এখন পর্যন্ত তার অবস্থা জানতে পারেননি তারা।

ক্যান্ডিডেট টুর্নামেন্ট নামে এই আসর ৩ থেকে ২২ এপ্রিল পর্যন্ত গ্রেট হলে বসবে। এফআইডিইর তথ্য অনুযায়ী, দাবা বিশ্বে এটাই সবচেয়ে সম্মানজনক টুর্নামেন্ট। বর্তমান বিশ^ দাবা চ্যাম্পিয়নকে কে চ্যালেঞ্জ জানাবেন এই টুর্নামেন্ট থেকেই তা ঠিক হবে।

- Advertisement -

এফআইডিই এক বিবৃতিতে বলেছে, ইতিহাসে প্রথমবারের মতো সম্মানজনক এই টুর্নামেন্ট কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিশ^ দাবায় কানাডার ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি। এফআইডিই ক্যান্ডিডেটস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে বাকি আছে আর মাত্র এক মাস। কিন্তু টরন্টোতে খেলোয়াড়দের সময়মতো পৌঁছানো নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। দেশটিতে খেলাটির জনপ্রিয়তা ও বিশ^ দাবায় কানাডার ক্রমবর্ধমান ভূমিকাকে স্বীকৃতি দিয়ে কানাডা সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে জরুরিভিত্তিতে বিষয়টি দেখুন।

চেজ ফেডারেশন অব কানাডার একজন মুখপাত্র বলেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার যাতে ভিসা সমস্যা সমাধানের নিশ্চয়তা দেয় সেজন্য ৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে টুর্নামেন্টটি স্পেনে চলে যাবে। সেটা যদি হয় তাহলে কানাডার জন্য তা হবে বড় ক্ষতি।

তিনি বলেন, সরকারের মধ্যে কেউ একজন এ ব্যাপারে আগ্রহী এবং এটা ঘটবে বলে আমি সত্যিই আশাবাদী। কারণ, এটা তাদের ক্ষমতার মধ্যে রয়েছে। সেটা যদি না হয় আমাদের জন্য তা হবে খুবই পীড়াদায়ক। অনেক মানুষ অনেক কাজ করেছে। এভাবে সেগুলো উবে যাওয়া হবে খুবই হতাশাজনক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.