শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8.4 C
Toronto

Latest Posts

টরন্টোতে ট্রুডো-মেলোনি বৈঠক

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২ মার্চ টরন্টোতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২ মার্চ টরন্টোতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কানাডা-ইতালি সম্পর্ক জোরদারের রূপরেখা তৈরির ব্যাপারে সম্মতির কথা জানান তারা।

বৈঠক শেষে উভয় প্রধানমন্ত্রী একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। তাতে বলা হয়েছে, এই মতৈক্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে আগামী তিন থেকে পাঁচ বছরে সহযোগিতার পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে।
ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জ¦ালানি নিরাপত্তা ও টেকসই জ্বালানি ভবিষ্যতে উত্তরণ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য, অভিবাসন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকের অন্তর্ভুক্ত করে গবেষণা ও উদ্ভাবন। পথরেখার তৈরির অগ্রগতি পর্যালোচনার জন্য এই জুনে ইতালিতে আবার বৈঠকের পরিকল্পনা করছেন জে-৭ দেশের এই সদস্য।

- Advertisement -

রুদ্ধদ্বার বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো মেলোনির নেতৃত্বের প্রশংসা করেন। এ বছর জি-৭ সম্মেলনের সভাপতিত্ব করছে ইতালি। ট্রুডো বলেন, ২০২৫ সালে কানাডার আয়োজক হওয়ার জন্য তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন তিনি। কানাডা ও ইতালির অভিন্ন অনেক কিছু আছে এবং খুবই গভীর ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বিরাজমান।

গত বছর জি-৭ সম্মেলনে মেলোনির সঙ্গে বৈঠকে এলজিবিটিকিউ২এস+ ইস্যুতে ইতালির অবস্থান নিয়ে প্রকাশ্য বিত-ায় জড়িয়ে পড়েন দুই নেতা। মেলোনি পরে তার বিরুদ্ধে ওঠা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, ট্রুডো ভুয়া খবরের খপ্পরে পড়েছেন।

জি-৭কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অগ্রাধিকারের কথা ২ মার্চ উল্লেখ করেন মেলোনি। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্দো-প্যাসিফিকে ভূমিকা এবং আইনের শাসনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি সম্মান প্রদর্শন। ইউক্রেনের প্রতি সমর্থন এবং এই কঠিন মধ্যপ্রাচ্য সংকটের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি। বলেন, সহিংসতা এড়ানোটা গুরুত্বপূর্ণ। আমরা সম্পর্কের নতুন বছর শুরু করছি, আমাদের সহযোগিতা জোরদারের চেষ্টা করছি এবং আমি মনে করি বহু বিষয় আছে, যা নিয়ে আমরা কাজ করতে পারি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.