শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

বিক্ষোভে নেইল গান আনায় এক ব্যক্তি গেপ্তার

- Advertisement -
থর্নহিলের এক বিক্ষোভে নেইল গান সঙ্গে আনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে ৩ মার্চ গ্রেপ্তার করেছে পুলিশ

থর্নহিলের এক বিক্ষোভে নেইল গান সঙ্গে আনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে ৩ মার্চ গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লার্ক এভিনিউ ওয়েস্ট এবং সাউথ প্রোমেনেডে ঘটনাটি ঘটে।

ইয়র্ক রিজিয়নাল পুলিশ (ওয়াইআরপি) জানিয়েছে, একজন সন্দেহভাজনের হাতে এক ব্যক্তি হামলার শিকার হওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে তাদেরকে ঘটনাস্থালে ডাকা হয়।

- Advertisement -

পুলিশের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য নিয়ে এ সময় তাদের মধ্যে কিছুটা মারামারিও হয়।

পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে বেশ কিছু সাক্ষীকে তারা শনাক্ত করতে পেরেছে। তারা জানিয়েছেন, ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভের সামনে একজন পুরুষ তার গাড়িটি থামান এবং তাদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিন বিক্ষোভকারীর সঙ্গে মারামারিতে লিপ্ত হন ওই ব্যক্তি। এক ভুক্তভোগী পুলিশকে জানান, সন্দেহভাজন ব্যক্তি তাদের ওপর নেইল গান ব্যবহার করেছেন।

তবে ওই ঘটনায় কেউ আহত হননি। অংশগ্রহণকারীরা জানান, হোম ইন ইসরায়েল রিয়েল এস্টেট গ্রুপের একটি আবাসন বিষয়ক অনুষ্ঠানের প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সিটিভি নিউজ টরন্টো। মূল কোম্পানি কেলার উইলিয়ামসের সঙ্গেও যোগাযোগ করে। তবে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা বলেন, বিক্ষোভকারীদের প্রতি ওই ব্যক্তির কর্মকা- ছিল আগ্রাসী।
এর আগে পুলিশ জানিয়েছিল, বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ এবং ১০০ এর মতো মানুষ তাতে অংশ নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে নেইল গানসহ এক ব্যক্তিকে কিফিয়া পরা এক ব্যক্তিকে জড়িয়ে ধরতে দেখা যায়।

ইলান-রিউবেন আব্রামভ নামে ২৭ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে জনগণের জন্য বিপজ্জনক অস্ত্র রাখার এক কাউন্ট অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া হামলার দুই কাউন্ট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পুলিশ বলেছে, এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। এই মুহূর্তে জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। যেসব প্রত্যক্ষদর্শী এখনো তদন্দকারীদের সঙ্গে কথা বলেননি তাদেরকে যত দ্রুত সম্ভব এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে কারো কাছে যদি কোনো ভিডিও ফুটেজ, সেলফোন অথবা নিরাপত্তা ক্যামেরায় ঘটনার কোনো তথ্য থাকে সেগুলো দিয়েও সহায়তার আহ্বান জানানো হচ্ছে।

এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ডিস্ট্রিক্ট ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরোর সঙ্গে ১-৮৬৬-৮৭৬-৫৪২৩ নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.