শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

কার্বন সংগ্রহ ও সংরক্ষণ পরিকল্পনা জানতে চায় আলবার্টার ৭ ফার্স্ট নেশন

- Advertisement -
ট্রিটি ৬ ওয়ার্কিং গ্রুপের অন্যতম সদস্য বিভার লেক ক্রি নেশনের কাউন্সিলর মাইকেল লেমম্যান বলেন, মাটির নিচে কার্বন প্রবেশ করালে আমাদের নদী ও হৃদের ওপর এর প্রভাব কী হবে আমরা তা জানি না। এমনকি আমাদের ভূগর্ভস্থ রিজার্ভারের ওপর প্রভাবই বা কেমন হবে তাও জানি না আমরা

সরকার ও সংশ্লিষ্ট শিল্প বিপুল পরিমাণ গ্রিন হাউস গ্যাস ভূগর্ভে বা ফার্স্ট নেশনগুলোর ঐতিহ্যবাহী ভূমির কাছাকাছি সংরক্ষণের শত কোটি ডলারের পরিকল্পনা করছে। এ ব্যাপারে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে একজোট হয়েছে আলবার্টার সাতটি ফার্স্ট নেশন।

ট্রিটি ৬ ওয়ার্কিং গ্রুপের অন্যতম সদস্য বিভার লেক ক্রি নেশনের কাউন্সিলর মাইকেল লেমম্যান বলেন, মাটির নিচে কার্বন প্রবেশ করালে আমাদের নদী ও হৃদের ওপর এর প্রভাব কী হবে আমরা তা জানি না। এমনকি আমাদের ভূগর্ভস্থ রিজার্ভারের ওপর প্রভাবই বা কেমন হবে তাও জানি না আমরা। সংশ্লিষ্ট শিল্প এ নিয়ে লুকাছাপা করছে। পরিস্কার করছে না তারা।

- Advertisement -

ওয়ার্কিং গ্রুপটির সদস্য হিসেবে আছে হার্ট লেক ফার্স্ট নেশন, বিভার লেক ক্রি নেশন, হোয়াইটফিশ লেক ফার্স্ট নেশন, কেহেউইন ক্রি নেশন, ফ্রগ লেক ফার্স্ট নেশন, কোল্ড লেক ফার্স্ট নেশন এবং ওনিয়ন লেক ফার্স্ট নেশন। গ্রুপের পর্যবেক্ষক হিসেবে রয়েছে স্যাডল লেক ক্রি নেশন।

হোয়াইটফিশ লেকের পরামর্শক সমন্বয়কারী ড্যারিল স্টেইনহর বলেন, প্রকল্পটির সঙ্গে পরিবেশ এবং কমিউনিটির সুরক্ষার বিষয়টি জড়িত থাকায় অনেকগুলো বিষয় পরীক্ষা করে দেখতে হবে। কার্বন সংগ্রহ প্রকল্পটি আটটি নেশনজুড়ে, যেখানে লোকজন কেবল চুক্তিতে দেওয়া তাদের অধিকারই চর্চা করছে না, তাদের প্রাত্যহিক জীবন-যাপনও করছে এখানেই। নিরাপত্তা এখানে বড় উদ্বেগ।
শিল্পের পক্ষ থেকে তাদের সর্বোচ্চটা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আলবার্টার অয়েলস্যান্ড উৎপাদনের ৯৫ শতাংশের প্রতিনিধিত্ব করে পাথওয়েজ অ্যালায়েন্স। এর প্রধান কেন্ডাল ডিলিং এএক বিবৃতিতে বলেছেন, কমিউনিটির সঙ্গে পরামর্শের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা। ট্রিটি ৬ ফার্স্ট নেশনের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং চলমান আলোচনা হবে গোপনীয়তার সঙ্গে।

পাথওয়েজের একজন মুখপাত্র বলেন, প্রকল্প সম্পর্কিত প্রথম আবেদন আগামী মাসের শেষ নাগাদ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.