শুক্রবার, মে ৩, ২০২৪
15 C
Toronto

Latest Posts

সিককিডসের ক্যানভাসার সেজে প্রতারকের ছবি প্রকাশ

- Advertisement -
টরন্টোর ঘরে ঘরে গিয়ে সিকডিসের ক্যানভাসার সেজে অনুদান চাওয়া এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ

টরন্টোর ঘরে ঘরে গিয়ে সিকডিসের ক্যানভাসার সেজে অনুদান চাওয়া এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। টরন্টো পুলিশ সার্ভিসের (টিপিএস) তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে এক ব্যক্তি ডাউনটাউন কোরের অ্যাপার্টমেন্টে বহুবার যান।

পুলিশের অভিযোগ, ল্যানইয়ার্ড ব্যাজ পরিহিত ওই ব্যক্তি টরন্টোর হসপিটাল ফর সিক চিলড্রেনের (সিককিডস) ক্যানভাসার হিসেবে নিজেকে পরিচয় দেন এবং সংস্থাটির পক্ষে অনুদান চান। যদিও লোকটি সিককিডস ফাউন্ডেশনের বৈধ কোনো ক্যানভাসার নন।

- Advertisement -

টিডিএস সর্বপ্রথম জানুয়ারিতে এই প্রতারণার তদন্তের ঘোষণা দেয়। শনিবার সন্দেহভাজন ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তদন্তের হালনাগাদ তথ্য দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ ওই সন্দেহভাজনের সঙ্গে বিবাদে না গিয়ে তার ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে ফোন করার আহ্বান জানানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগকারীরা তাকে চ্যালেঞ্জ জানালে তিনি আক্রমণাত্মক হয়ে যান।

সিককিডস ফাউন্ডেশন কোনো অনুদান চায় না। এমনকি অ্যাপার্টমেন্ট ও কন্ডোমিনিয়ামে গিয়ে ক্যানভাসও করে না। সিককিডসের বৈধ ক্যানভাসারের ল্যানইয়ার্ডে পরিচিতি নম্বরের পাশাপাশি কিউআর কোড থাকে, বিস্তারিত তথ্যের জন্য যা স্ক্যান করা যায়।

পুলিশ বলেছে, আপনার বাড়ির দরজায় আসা কোনো দাতব্য ক্যানভাসারের বৈধতার ব্যাপারে আপনার মনে যদি কোনো সন্দেহ তৈরি হয় তাহলে দয়া করে সংস্থার ওয়েবসাইটে যান।
এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে ৪১৬-৮০৮-৫১৩৫ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.