শুক্রবার, মে ৩, ২০২৪
14.2 C
Toronto

Latest Posts

টরন্টো শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

- Advertisement -
ছবি/রাশেদ শাওন

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ সমবেত কণ্ঠে এ গান গেয়ে টরন্টো প্রবাসী বাংলাদেশীরা শ্রদ্ধা জানিয়েছেন ভাষাশহীদদের। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বুধবার প্রথম প্রহরে ডেনটোনিয়া পার্কের স্থায়ী শহীদমিনারে মানুষের ঢল নামে।

রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ন্যাশনাল ডিফেন্স মিনিস্টার বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, ডলি বেগম এমপিপি, মেরি মার্গারেট এমপিপি, কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, টরন্টোস্থ বাংলাদেশ কনসুলেট অফিস টীমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অত্যন্ত সুশৃংখলভাবে পুরো আয়োজনের সমাপ্তি ঘটে। সর্বজনীন একুশে উদযাপন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এবারের উদ্যোগটি বিভিন্ন মহলে প্রশংসিত হয়।

- Advertisement -

পুরো আয়োজনটি ধারণ করে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.