শুক্রবার, মে ৩, ২০২৪
12.9 C
Toronto

Latest Posts

উড়োজাহাজের দরজা খোলায় এক কানাডিয়ান গ্রেপ্তার

- Advertisement -
থাইল্যান্ডের দক্ষিণের শহর চিয়াং মাইয়ে এক কানাডিয়ান নাগরিক গ্রেপ্তার হয়েছেন

থাইল্যান্ডের দক্ষিণের শহর চিয়াং মাইয়ে এক কানাডিয়ান নাগরিক গ্রেপ্তার হয়েছেন। উড্ডয়নের আগে একটি বাণিজ্যিক উড়োজাহাজের দরজা খোলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চিয়াং মাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক বিবৃতি অনুযায়ী, ঘটনাটি ঘটে ৭ ফেব্রুয়ারি রাতে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে রাত ১০টা ৫০ মিনিটে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি১২১ ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের জন্য অপেক্ষা করছে। ঠিক ওই সময়ই একজন যাত্রী উড়োজাহাজের একটি দরজা খোলেন। এ ঘটনায় ইভ্যাকুয়েশন স্লাইড মোতায়েন করা হয়। এয়ারবাস এ ৩২০ উড়োজাহাজটি সে সময় উড্ডয়ন করতে পারেনি এবং এর ফলে অন্যান্য ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে।

- Advertisement -

চিয়াং মাই ইন্টারন্যাশনাল এয়াপোর্টের পরিচালক উইং কমান্ডার রোনাকর্ন চ্যালামস্যানিয়াকর্ন বিবৃতিতে বলেন, সতর্কবার্তা পাওয়ার পরপরই আমরা থাই এয়ারওয়েজের মেকানিককে সেখানে পাঠাই ইভ্যাকুয়েশন স্লাইডটি কেটে দেওয়ার জন্য। এরপর আমরা উড়োজাহাজটি ১৫ নাম্বার ল্যান্ডিং পিটে সরিয়ে আনি।

তিনি বলেন, এ ঘটনায় সাকল্যে ১৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইট অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে। এর ফলে ২ হাজার ২৯৫ জন যাত্রী বিলম্বের মুখে পড়েন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে থাই এয়ারওয়েজ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, রাত ১২টা ৩৪ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। সব, যাত্রী, পাইলট ও কেবিন ক্রু নিরাপদে আছেন।
চিয়াং মাই পুলিশ কর্ণেল মানুসচাই ইন-থুয়েন সিএনএনকে বলেন, এ ঘটনায় ৪০ বছর বয়সী কানাডিয়ান নাগরিক অং সাই হিউংকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদ-, ২০ বছর পর্যন্ত কানাদ- এবং অথবা ১৬ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৩০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক দ- হতে পারে। তবে ২০১৮ সালের পর থেকে থাইল্যান্ড কোনো কয়েদির মৃত্যুদ- কার্যকর করেনি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.