শুক্রবার, মে ৩, ২০২৪
14.1 C
Toronto

Latest Posts

অতিরিক্ত ভূতাপেক্ষ বেতন পাচ্ছেন অন্টারিওর শিক্ষকরা

- Advertisement -
অন্টারিওর এলিমেন্টারি ও হাই স্কুল শিক্ষকদের বিল ১২৪ সম্পর্কিত অতিরিক্ত ভূতাপেক্ষ বেতন দেওয়ার নিদের্শ দিয়েছেন তৃতীয় পক্ষীয় আরবিট্রেটর।

অন্টারিওর এলিমেন্টারি ও হাই স্কুল শিক্ষকদের বিল ১২৪ সম্পর্কিত অতিরিক্ত ভূতাপেক্ষ বেতন দেওয়ার নিদের্শ দিয়েছেন তৃতীয় পক্ষীয় আরবিট্রেটর। বিলটিতে তিন বছরের জন্য তাদের বেতন বৃদ্ধি ১ শতাংশে সীমিত করে দেওয়া হয়েছিল।

৯ ফেব্রুয়ারি সকালে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়। বিলটি কার্যকর হওয়ার প্রথম দুই বছরের জন্য শিক্ষকরা এরই মধ্যে অতিরিক্ত বার্ষিক দশমিক ৭৫ শতাংশ পেয়েছেন। তৃতীয় বছরের বিষয়টি আরবিট্রেটরের কাছে পাঠানো হয়।

- Advertisement -

এই আলোচনায় তৃতীয় পক্ষের সিদ্ধান্ত গ্রহীতা হিসেবে কাজ করেন আরবিট্রেটর। সিদ্ধান্তে অন্টারিও সেকেন্ডারি স্কুল টিচার’স ফেডারেশন (ওএসএসটিএফ) এবং এলিমেন্টারি টিচার’স ফেডারেশন অব অন্টারিওর (ইটিএফও) সদস্যদের ২০২১-২০২২ সালের জন্য ২ দশমিক ৭৫ শতাংশ বর্ধিত বেতন পরিশোধ করতে বলেন। ১ শতাংশ বর্ধিত বেতন সদস্যরা এরই মধ্যে পেয়েছেন। এটা নিয়ে তাদের মোট বর্ধিত বেতন দাঁড়াল ৭ দশমিক ২৫ শতাংশ।

ওএসএসটিএফের প্রেসিডেন্ট কারেন লিটলউড এক বিবৃতিতে বলেছেন, আমরা যেটা সবাই জানি সেটাই ফিরিয়ে এনেছে এই সিদ্ধান্ত। আমাদের সদস্যরা অনেক বছর ধরেই কম বেতন পাচ্ছেন এবং কম মূল্যায়িত হচ্ছেন। একই সঙ্গে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার সরকারি শিক্ষায় তহবিল কম বরাদ্দ দিচ্ছে।

অন্টারিওর আপিল কোর্ট যখন বিল ১২৪ অসাংবিধানিক কিনা সে সম্পর্কিত রায় দিতে যাচ্ছে তার মাত্র কয়েকদিন আগে খবরটি এল। ২০২২ সালের শেষ দিকে অন্টারিও সুপিরিয়র কোর্ট আইনটি ইউনিয়নগুলোর দর-কষাকষির অধিকারের লঙ্ঘন করেছে বলে জানায়। সরকার গত জুনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

ইটিএফও প্রেসিডেন্ট কারেন ব্রাউন বলেন, অবৈধভাবে বেতন দাবিয়ে রেখে আমাদের সদস্যদের অধিকার ও জীবিকার যে ইচ্ছাকৃত ক্ষতি করা হয়েছে এর মধ্য দিয়ে তার একটি পরিস্কার স্বীকৃতি মিলল। সরকারি কর্মীদের ওপর ফোর্ড সরকারের অসাংবিধানিক এই আক্রমণের যেন পুনরাবৃত্তি না হয়।

একাধিক ইউনিয়ন বিল ১২৪ সংক্রান্ত সমাধান পেয়েছে। শিক্ষক, নার্স ও সরকারি কর্মীরা এর মধ্যে অন্যতম। বিল ১২৪ সংক্রান্ত বর্ধিত এই বেতন স্কুল বোর্ডগুলোর হাতে তুলে দেওয়ার জন্য ৬০ দিনের সময় পাচ্ছে সরকার। বোর্ডকে অবশ্যই ১২০ দিনের মধ্যে যোগ্য ব্যক্তিদের এই অর্থ পরিশোধ করতে হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.