শুক্রবার, মে ৩, ২০২৪
12.9 C
Toronto

Latest Posts

কারিকুলাম বড় পরিবর্তন আনছে ফোর্ড সরকার

- Advertisement -
ফোর্ড সরকারের শিক্ষামন্ত্রী স্টিফেন ল্যাচে

গত কয়েক বছর ধরে ডগ ফোর্ড সরকার অন্টারিওর স্কুল কারিকুলামে নানা পরিবর্তন আনছে। কিছু পরিবর্তন এ বছর কার্যকর হতে যাচ্ছে।

প্রযুক্তি শিক্ষা এর মধ্যে অন্যতম। এর আওতায় হাইস্কুল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট হতে হলে গ্রেড ৯ ও ১০ এ প্রযুক্তি শিক্ষায় ক্রেডিট অর্জন করতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই কোর্স দুটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেস ও মৌলিক প্রযুক্তিগত ধারণা অর্জন ও তা প্রয়োগে শিক্ষার্থীদের যোগ্য করে তুলবে।

- Advertisement -

কম্পিউটেশনাল থিঙ্কিং ও সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা দিতে সরকার গ্রেড ১০ পর্যায়ে নতুন ডিজিটাল প্রযুক্তি অন্তর্ভুক্ত করার এক বছর পর এটি কার্যকর হতে যাচ্ছে।
দুটি বিজনেস কোর্সও চালু করছে সরকার। গ্রেড ৯ ও গ্রেড ১০ এ নতুন এই দুটি প্রায়োগিক কোর্স দুটি চালু করতে যাচ্ছে। একটি কোর্সের নাম ‘বিল্ডিং দ্য আন্ট্রপ্রেনিউরিয়াল মাইন্ডসেট’ এবং অন্যটি ‘লঞ্চিং অ্যান্ড লিডিং এ বিজনেস’। কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের ব্যবসা শুরু করা ও তা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা দেওয়াই এর উদ্দেশ্য।

গ্রেড ৯ এর কানাডিয়ান ভূগোল আর অ্যাকাডেমিক ও প্রায়োগিক ক্লাসে বিভক্ত থাকছে না। আগেই এই ঘোষণাটি দিয়েছে সরকার।

মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা বাধ্যতামূলক করে সরকার এর আগে কালিকুলাম পূনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছিল। ২০২৩ সালের গ্রেড ৭ ও গ্রেড ৮ এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কারিকুলামে মানসিক স্বাস্থ্য মডিউল যুক্ত করা হয়েছে।

ইংলিস কোর্স ফর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কুল কোর্সটি ইংলিস ল্যাঙ্গুয়েজ স্কুলের গ্রেড ৯ ইংলিস কোর্সের সঙ্গে রিঅ্যালাইন্ড করা হবে।

২০২৫ সালে সরকার কারিকুলামে আরও পরিবর্তন আনবে। কিন্ডারগার্টেনে শিশুদের শিক্ষা এবং ব্ল্যাক হিস্টরি, হলোকাস্ট ও হোলোদোমোর দুর্ভিক্ষ যুক্ত করা হবে। গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নতুন গণিত ও ভাষা পাঠ্যক্রম এ বছরই চালু করা হচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.