শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

অটোশোতে বার্বির কর্ভেট

- Advertisement -

কানাডায় আসছে বার্বির বেবি পিঙ্ক ১৯৫৭ শেভি কর্ভেট। মার্গট র‌্যাবিও অভিনীত ২০২৩ সালের ব্যবসা সফল চলচ্চিত্র বার্বিতে কারটি দেখা গেছে। আগামী মাসে অনুষ্ঠেয় কানাডিয়ান ইন্টারন্যাশনাল অটোশোতে অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে গাড়িটির পূর্ণাঙ্গ আকৃতির রেপ্লিকা।

- Advertisement -

কানাডিয়ান ইন্টারন্যাশনাল অটোশোর মহা ব্যবস্থাপক জেসন ক্যাম্পবেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বার্বি ও হট হুইলসের মতো ভালোবাসার দুই ব্র্যান্ডকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর আকর্ষণ প্রজন্মের পর প্রজন্ম ধরে। নজিরবিহীন কিছু গাড়ির পূর্ণাঙ্গ আকৃতির রেপ্লিকা প্রাপ্ত বয়স্কদেরকে তাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের সন্তানদের সঙ্গে সেই অনুভূতি ভাগ করে নিতে পারবেন।

২০১৮ সাল থেকে কানাডিয়ান ইন্টারন্যাশনাল অটোশোর প্রোমোশনাল অংশীদার হিসেবে আছে ম্যাটেল। ওই সময় হট হুইলস শোতে তাদের ৫০তম বার্ষিকী উদযাপন করে।
ক্যাম্পবেল বলেন, গত বছর যখন গ্রেটা গারউইগের বার্বি চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই তারা ম্যাটেলের সঙ্গে যোগযোগ করেন। এ বছরের শোতে পিঙ্ক কর্ভেট যোগ করা যায় কিনা সে ব্যাপারে ম্যাটেলের সঙ্গে কথা বলেন তারা।

তিনি বলেন, নর্থ বিল্ডিংয়ের প্রধান ফ্লোর এটা জন্য খুবই উপযুক্ত জায়গা, যেখানে শিশু প্রাপ্ত বয়স্করা সেই অভিজ্ঞতা পাবেন, যা চলচ্চিত্রটিকে নজিরবিহীন সাফল্য এনে দিয়েছে।

কারটিতে রয়েছে ২৮৩ ভি৮ মোটর। অভ্যন্তরীণ সজ্জায় রয়েছে একটি ড্যাশবোর্ড, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আসন, ডোর প্যানেল এবং কার্পেট, যার ব্যবস্থা করেছে অ্যাকশন ভেহিকল ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেশন। কারের বাইরের অঙ্গসজ্জাও করেছে তারাই। উজ্জ্বল পিঙ্কের আবরণ তৈরি করেছে ওয়ান১১ইঙ্ক।

সাড়ে ৬ লাখ বর্গফুট জায়গা নিয়ে মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে কানাডিয়ান ইন্টারন্যাশনাল অটোশো চলবে ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.