মঙ্গলবার, মে ৭, ২০২৪
14.5 C
Toronto

Latest Posts

কানাডিয়ানদের রাফাহ সীমান্ত অতিক্রমের অনুমতি

- Advertisement -

আরও বেশি সংখ্যক কানাডিয়ানকে মিশর সীমান্তবর্তী রাফাহ সীমান্ত দিয়ে গাজা ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে। গাজার জেনারেল অথরিটি ফর ক্রসিংস অ্যান্ড বর্ডারসের নথিতে কানাডার শিরোনামের নিচে ১৬৫ জনের নাম দেখা গেছে।

- Advertisement -

ইসরায়েলি সেনাবাহিনী ৩ ডিসেম্বের গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস ও এর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কারণ, তারা তাদের অভিযান ভূখ-ের দক্ষিণার্ধে পরিচালনার চিন্তা করছে। সেখানে অনেক হামাস লুকিয়ে আছে বলে দাবি করে আসছে তারা।

খান ইউনিস ও রাফা সীমান্তে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ব্যাপক বোমা বর্ষণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলের বেসামরিক নাগরিকদের সরে যেতে বাধ্য করায় ভূখ-ের ২৩ লাখ অধিবাসীর মধ্যে অনেকেই দক্ষিণে আশ্রয় নিয়েছেন।
৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.