সোমবার, মে ৬, ২০২৪
19.5 C
Toronto

Latest Posts

কনজার্ভেটিভদের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ

- Advertisement -
কনজার্ভেটিভরা হাউস অব কমন্সে ১ ডিসেম্বর বিভিন্ন দলের ব্যাপক তোপের মুখে পড়ে

কনজার্ভেটিভরা হাউস অব কমন্সে ১ ডিসেম্বর বিভিন্ন দলের ব্যাপক তোপের মুখে পড়ে। দলগুলো কনজার্ভেটিভদের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য গৃহীত পদক্ষেপগুলো আটকে দেওয়ার অভিযোগ করে।

টোরিদের উত্থাপিত একটি প্রস্তাবের পর হাউস উত্তপ্ত হয়ে ওঠে। প্রস্তাবে কাফটা নামে পরিচিত ইউক্রেনের সঙ্গে কানাডার মুক্ত বাণিজ্য চুক্তি আধুনিকায়নে এমপিদের সমর্থন না দেওয়ার আহ্বান জানানো হয়। এর আগে ৩০ নভেম্বর ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের পক্ষ থেকে হতাশার কথা জানিয়ে কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরকে চিঠি পাঠানো হয়। সেই সঙ্গে আইনটির প্রতি সমর্থন জানানো অনুরোধ জানানো হয়।

- Advertisement -

গ্রুপের জাতীয় প্রেসিডেন্ট আলেক্স্যান্ডার শিকজি চিঠিতে লেখেন, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করতে ইউক্রেনের সহায়তা প্রয়োজন। কাফটার আধুনিকায়নের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ইউক্রেনের সরকার জোর দিয়ে বলেছে।

লিবারেলরা এই চুক্তিকে ইউক্রেনের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তার সুযোগ হিসেবেও দেখছেন। কারণ, রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী যুদ্ধের পরিণামের মধ্য দিয়ে যেতে হচ্ছে দেশটিকে।

কনজার্ভেটিভরা ইউক্রেনের প্রতি সমর্থনের কথা বলেছে। এমনকি গত সেপ্টেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কানাডা সফরের সময়ও এমনটাই বলেছিল। কিন্তু গত সপ্তাহে জেলেনস্কির সফরের সময় স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি হালনাগাদ সংক্রান্ত বিলের বিরোধিতা করেন কনজার্ভেটিভ এমপিরা।

কনজার্ভেটিভরা বলছেন, তারা মনে করেন যে, আইনটি উভয় দেশে কার্বন প্রাইসিংকে উৎসাহিত করবে। এ কারণেই তারা বিলের বিরোধিতা করছেন।

অন্টারিওর কনজার্ভেটিভ এমপি ফিলিপ লরেন্স বলেন, আমরা ইউক্রেনকে সমর্থন করি। সে
কারণেই আমরা সেখানে অস্ত্র পাঠাচ্ছি এবং কার্বন ট্যাক্স নয়।

উল্লেখ্য, কমিটি পর্যায়ে অন্য দলের সমর্থনে বিলটি এরই মধ্যে অনুমোদন হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.