সোমবার, মে ৬, ২০২৪
12.9 C
Toronto

Latest Posts

কাটা পড়ছে ভ্যানকুভারের স্ট্যানলি পার্কের হাজারো বৃক্ষ

- Advertisement -

স্ট্যানলি পার্কের নীরবতায় ছেদ পড়েছে। কারণ, পার্কের এক-চতুর্থাংশ বৃক্ষ সরিয়ে ফেলতে বহু বছরব্যাপী এক প্রকল্পের অধীনে করাত চলছে। যদিও এই বৃক্ষগুলোই ভ্যানকুভারের মুক্তের রূপ দিয়েছে।

- Advertisement -

প্রোস্পেক্ট পয়েন্ট পার্কিং লট গ্রীষ্মের মাসগুলোতে বনভোজনের এলাকা হলেও এখন সেটি কাজের স্থান। সেখানে ভারী যন্ত্রাংশ জড়ো করা হচ্ছে। একটা অংশের গাছ কেটে ফেলা হচ্ছে। ছোট ডালপালাও ছাঁটা হচ্ছে।

জনগণের সুরক্ষার জন্য যে এক লাখ ৬০ হাজার বৃক্ষ কাটার পরিকল্পনা করা হয়েছে এটা তার প্রথম পর্যায়। বছরব্যাপী চলা কীটের উপদ্রুবের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভ্যানকুভার বোর্ড অব পার্কস অ্যান্ড রিক্রিয়েশনের পার্ক বিষয়ক পরিচালক অমিত গান্ধা এক বিবৃতিতে বলেছেন, বৃক্ষ অপসারণের বিষয়টি আমরা হাল্কাভাবে নিয়েছি বিষয়টি তেমন নয়। কিন্তু বনকে নতুন প্রাণ দিতে এটা অত্যাবশ্যকীয়। ভবিষ্যতে হুমকি মোকাবিলায়ও শক্তি দেবে এটা।

ইচওয়ার্ম গোত্রের তরুণ এই কীট গাছের তাজা, সবুজ অগ্রভাগগুলো বসন্তে খেয়ে ফেলে। এমনকি পুরোনো অংশও খায় বলে জানান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ফরেস্ট সাইয়েন্সেস প্রোগ্রামের পরিচালক অ্যালান ক্যারল। তিনি বলেন, এর ফলে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে গাছ পুরোপুরি পত্রবিহীন হয়ে পড়তে পারে। এক পর্যায়ে সেগুলো মারা যেতে পারে। লুপারের কারণে এমনটাই হয়ে থাকে।

বৃক্ষ নিধনের ব্যাপারে সিটি কর্তৃপক্ষ বা ভ্যানকুভারের পার্ক বোর্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিটির মুখপাত্র ইভা কুক এক বিবৃতিতে বলেছেন, ২০ সেন্টিমিটার ব্যাসের ১ লাখ ৪০ হাজার গাছ কাটা হবে। এর বেশিরভাগই হেমলক, যেগুলো এই মথের খাদ্যের পছন্দের উৎস। এগুলো নবীন গাছ, যেগুলো মৃত ও ধূসর বর্ণের। এগুলো রেখে দেওয়া হলেও দাবানলেও ভূমিকা রাখার ঝুঁকি রয়েছে। অবশিষ্ট ২০ কাজার বৃক্ষের ব্যাস ২০ সেন্টিমিটারের বেশি এবং জনগনের নিরাপত্তা ও অবকাঠামোর কথা বিবেচনায় নিয়ে সেগুলো অবশ্যই অপসারণ করতে হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.