সোমবার, মে ৬, ২০২৪
8 C
Toronto

Latest Posts

অবৈধ পার্কিংয়ের জরিমানা ১৫০% পর্যন্ত বৃদ্ধি

- Advertisement -
সিটির মালিকানাধীন কোনো স্থাপনায় অবৈধ পার্কিংয়ের জন্যও একই পরিমাণ জরিমানা গুনতে হবে। গত অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকে এই বৃদ্ধি অনুমোদন করে সিটি কাউন্সিল

মিউনিসিপাল ও বেসরকারি স্থাপনায় অবৈধ পার্কিং বাবদ জরিমানা বেড়েছে। সম্মতি ছাড়া কোনো বেসরকারি স্থাপনায় চালকরা তাদের গাড়ি পার্ক করলে বা সেখানে রেখে এলে ৭৫ ডলার জরিমানা গুনতে হবে, আগের জরিমানার যা দ্বিগুন। আগে এজন্য জরিমানা গুনতে হতো ৩০ ডলার।

সিটির মালিকানাধীন কোনো স্থাপনায় অবৈধ পার্কিংয়ের জন্যও একই পরিমাণ জরিমানা গুনতে হবে। গত অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকে এই বৃদ্ধি অনুমোদন করে সিটি কাউন্সিল। জরিমানার নতুন এই পরিমাণ গ্রিন পির মধ্যে পার্কিং আইন লঙ্ঘনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

- Advertisement -

জেনারেল গভর্নমেন্ট কমিটির চেয়ারের পাশাপাশি এক্সিবিশন প্লেসের পর্ষদ সদস্যের দায়িত্ব পালন করছেন কাউন্সিলর পল আইনস্লি। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, হোন্ডা ইন্ডি এবং কারিবিয়ান কার্ণিভালের মতো বিশেষ অনুষ্ঠান চলাকালে পার্কিং খরচ হবে ৪৫ ডলার। জরিমানার চেয়ে পরিমাণটি কম। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনি যদি ৪৫ ডলার পরিশোধ না করতে চান তাহলে আপনাকে উপযুক্ত জরিমানা গুনতে হবে। এ কারণেই আমরা জরিমানার পরিমাণ বাড়িয়ে ৭৫ ডলার করেছি।

সিটিকর্মীরাও তাদর প্রতিবেদনে কাউন্সিলরের কথাই তুলে ধরেছেন। তারা বলেছেন, অনেক চালকই পার্কিং লঙ্ঘন নোটিশের সুযোগ খুঁজে থাকেন এবং ভাগ্য ভালো হলে নোটিশ এড়িয়েও যান। চালকদের নোটিশ পাওয়ার ঝুঁকি নেওয়ার একটা কারণ হচ্ছে পার্কিংয়ের জন্য তাদের যে পরিমাণ অর্থ পরিশোধ করতে হয় জরিমানার পরিমাণ তার চেয়ে কম। জরিামানার পরিমাণ বাড়ানো হয়েছে মূলত আইন পরিপালনে উৎসাহিত করতে।

সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালে পার্কিং আইন লঙ্ঘনের ঘটনা ২০২১ সালের তুলনায় ১১ হাজারের বেশি বেড়ে সিটি পরিচালিত পার্কিং লটে এর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ২৫০টি। এ ছাড়া বেসরকারি স্থাপনায় এই লঙ্ঘন ৫৬ হাজার বেড়ে হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৩০০টি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.