রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
14.7 C
Toronto

Latest Posts

কারের বদলে বাইক পাচ্ছেন কিছু বাই-ল কর্মকর্তা

- Advertisement -
অল্প কিছু সংখ্যক বাই-ল প্রয়োগকারী কর্মকর্তাকে গ্যাসচালিত কারের পরিবর্তে নতুন বাইক দেওয়া হবে বলে জানিয়েছে সিটি অব টরন্টো

অল্প কিছু সংখ্যক বাই-ল প্রয়োগকারী কর্মকর্তাকে গ্যাসচালিত কারের পরিবর্তে নতুন বাইক দেওয়া হবে বলে জানিয়েছে সিটি অব টরন্টো। সিটির কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ।
এ লক্ষ্যে সিটি অব টরন্টো বাইক পাইলট কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এর আওতায় ২১ জন বাই-ল এনফোর্সমেন্ট কর্মকর্তা মোটর ভেকিলের পরিবর্তে প্রাত্যহিক দায়িত্ব পালনকালে বাইক ব্যবহার করবেন।

সিটি অব টরন্টোর ফ্লিট সার্ভিসেসের মহাব্যবস্থাপক ডেভিড জোলিমোর বলেন, ২০২৫ সালের মধ্যে সিটির মালিকানাধীন যানবাহনের ২০ শতাংশ কার্বনমুক্ত করার যে লক্ষ্য তা বাস্তবায়নে বাইকের মাধ্যমে গ্যাসচালিত যানবাহনের প্রতিস্থাপন গুরুত্বপূর্ণ। বাইসাইকেল ও প্যাডেলচালিত ই-বাইক কেনা, রক্ষণাবেক্ষণ করা ও পরিচালনা করা প্রথাগত যানবাহনের তুলনায় সাশ্রয়ী। এর মাধ্যমে সেবা প্রদান বিশেষ করে ডাউনটাউন কোরে সেবা প্রদানও করা যাবে দক্ষভাবে।

- Advertisement -

এসব বাইক কর্মকর্তাদের নতুন ইউনিটে থামা ও যাওয়াও সহজ করবে। এ জন্য পার্কিংয়ের কোনো প্রয়োজন পড়বে না। সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ৭০০ কিলোমিটার দীর্ঘ টরন্টোর সাইক্লিং অবকাঠামো শক্তিশালী করার মধ্য দিয়ে সাইকেল স্বল্প দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি দক্ষ ও জলবায়ুবান্ধব মাধ্যম হিসেবে কাজ করবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.