রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
15.4 C
Toronto

Latest Posts

বেশিরভাগ বিপজ্জনক কয়েদিই মাঝারি ও কম নিরাপত্তার কারাগারে

- Advertisement -
ব্রিটিশ কলাম্বিয়ার কনজার্ভেটিভ পার্টির সংসদ সদস্য ফ্রাঙ্ক ক্যাপুটোর এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়। তাতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে কারাগারে যে ৫৮০ জন বিপজ্জনক অপরাধী ছিলেন তাদেরকে মাঝারি নিরাপত্তার কারাগারে রাখা হয়

কানাডার সবচেয়ে বিপজ্জনক অপরাধী হিসেবে বিবেচনা করা ৭০০ এর বেশি কয়েদিকে মাঝারি ও কম নিরাপত্তার কারাগারে রাখা হয়েছে। ফেডারেল এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার কনজার্ভেটিভ পার্টির সংসদ সদস্য ফ্রাঙ্ক ক্যাপুটোর এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়। তাতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে কারাগারে যে ৫৮০ জন বিপজ্জনক অপরাধী ছিলেন তাদেরকে মাঝারি নিরাপত্তার কারাগারে রাখা হয়। মাত্র ৯৯ জন কয়েদিকে সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে রাখা হয়। এ ছাড়া আরও ৫৭ জনকে রাখা হয় কম নিরাপত্তার কারাগারে।

- Advertisement -

কুখ্যাত খুনি ও ধর্ষক পল বার্নার্ডোকে কুইবেকের একটি মাঝারি নিরাপত্তার কারাগারে স্থানান্তরের খবর চাউর হওয়ার পর কনজার্ভেটিভ পার্টির পক্ষ থেকে এই প্রশ্ন করা হয়। বার্নাডোকে অন্টারিওর সর্বোচ্চ নিরাপত্তার কারাগার মিলহ্যাভেন ইনস্টিটিউশন থেকে কুইবেকে স্থানান্তর করা হয়।

ব্যাপক জনঅসন্তোষের পর কারেকশনাল সার্ভিস অব কানাডা তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় এবং এই তথ্য জানায় যে, বার্নাডোকে স্থানান্তরের ক্ষেত্রে কর্মকর্তারা সঠিক নীতি অনুসরণ করেছেন।

পর্যালোচনায় আরো বলা হয়, বার্নার্ডোকে গ্রেপ্তারের পর প্রথম কারাগারে পাঠানো হয় ১৯৯০ এর দশকে। সেই হিসেবে কয়েক বছর আগেই তিনি মাঝারি নিরাপত্তাবিশিষ্ট কারাগারের কয়েদির শ্রেণিতে পড়ে গেছেন। কিন্তু তাকে যেহেতু এর আগে কখনোই সাধারণ কয়েদিদের সঙ্গে একসঙ্গে রাখা হয়নি সে কারণে সব সময়ই তাকে সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে রাখা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.