রবিবার, মে ৫, ২০২৪
12.6 C
Toronto

Latest Posts

কানাডায় গ্রুপ ট্যুর ভ্রমণে চীনের বিধিনিষেধ বহাল

- Advertisement -
মহামারিকালীন ব্যবস্থা শিথিল করার পরও কানাডার ওপর গ্রুপ ট্যুর ভ্রমণে বিধিনিষেধ বহাল রেখেছে চীন। কানাডার পর্যটন শিল্পের ওপর একে বড় ধরনের আঘাত বলে দেখছেন এ খাতের প্রতিষ্ঠানগুলো

মহামারিকালীন ব্যবস্থা শিথিল করার পরও কানাডার ওপর গ্রুপ ট্যুর ভ্রমণে বিধিনিষেধ বহাল রেখেছে চীন। কানাডার পর্যটন শিল্পের ওপর একে বড় ধরনের আঘাত বলে দেখছেন এ খাতের প্রতিষ্ঠানগুলো।

গত সপ্তাহে চীন অতিরিক্ত ৭৮টি দেশে গ্রুপ ট্যুরের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এসব দেশেল মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং অধিকাংশ ইউরোপীয় দেশ। কিন্তু কানাডা এই তালিকার বাইরে রয়ে গেছে।

- Advertisement -

ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেথ পটার গ্লোবাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা কানাডার পর্যটন রাজস্বের ওপর প্রভাব অব্যাহত রাখবে। কারণ, চীনা পর্যটকরা কানাডায় দীর্ঘসময় পর্যন্ত অবস্থান করেন এবং দৈনিক প্রায় ১ হাজার ৩০০ ডলার খরচ করেন। মহামারির আগে ইনবাউন্ড পর্যটনের ক্ষেত্রে চীন ছিল আমাদের সবচেয়ে বর্ধনশীল বাজার। চীনা পর্যটকরা বছরে ২০০ কোটি ডলারের জোগান দিতেন কানাডার পর্যটন শিল্পে। আমাদের শিল্পটি যখন স্বাভাবিক অবস্থঅয় ফেরার চেষ্টা করছে, এই উদ্যোগ সেই চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আগে ২০১৯ সালে চীন থেকে ৭ লাখ ৮ হাজারের বেশি পর্যটন কানাডা ভ্রমণ করেছিলেন। ডেস্টিনেশন কানাডার উপাত্তে এমনটাই উঠে এসেছে। এর মধ্য দিয়ে চীন পর্যটকরা সবচেয়ে বেমি ব্যয়কারী বিদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন। সেই সঙ্গে দ্বিতীয় বৃহৎ লং-হল বাজারও হয়ে উঠেছিল।

তবে এককভাবে ভ্রমণকারী চীন পর্যটকদের ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই। কিন্তু সংঘবদ্ধ গ্রুপে কানাডা ভ্রমণে এখনো বাধা দেওয়া হচ্ছে চীন পর্যটকদের।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.