নিউ ডেমোক্রেটিক পার্টির সাবেক এমপি রোমিও সাগানাশের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ আনার কথা জানিয়েছে উইনিপেগ পুলিশ
নিউ ডেমোক্রেটিক পার্টির সাবেক এমপি রোমিও সাগানাশের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ আনার কথা জানিয়েছে উইনিপেগ পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ১ মে উইনিপেগে একটি ঘটনায় ২৭ জুন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা এখন আদালতে বিচারাধীন রয়েছে।
সাগানাশ ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কুইবেকের আবিটিবি-বেই-জেমস-নুনাভিক-এইউ রাইডিংয়ের প্রতিনিধিত্ব করেন। তিনি আদিবাসী বিষয়ক ক্রিটিকের দায়িত্বও পালন করেন।
কানাডিয়ান প্রেসের পক্ষ থেকে তার কাছে ইমেইল পাঠানো হলেও এ ব্যাপারে কোনো সাড়া দেননি তিনি। তবে খবরটি প্রথম সামনে আনা এপিটিএন বলেছে, তিনি যৌন হয়রানীর অভিযোগের বিষয়টি তাদের কাছে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ফেডারেল এনডিপির কাছে মন্তব্য চাওয়া হলেও তাদের পক্ষ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সাগানাশ আবাসিক স্কুল থেকে বেঁচে ফেরা আদিবাসীদের মধ্যে একজন এবং নিখোঁজ শিশু ও অচিহ্নিত কবর শনাক্তে গঠিত ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির সঙ্গে কাজ করছেন। ফেডারেল সরকার ও ইউনিপেগের ন্যাশনাল সেন্টার ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এই কমিটি গঠন করেছে।
সেন্টারের একজন মুখপাত্র বলেন, সাগানাশ এখন আরও ওই দায়িত্ব পালন করছেন না। তার ব্যাপারে আর কোনো তথ্য দিতেও রাজিন হননি তিনি।