রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

কানাডার সবচেয়ে রুঢ় ও নম্র শহর অন্টারিওতে

- Advertisement -
দশমিক ৯৭ স্কোর নিয়ে সবচেয়ে ভদ্র শহরের স্বীকৃতি পেয়েছে অন্টারিওর মারখাম। সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণেই এটা সম্ভব হয়েছে বলে সমীক্ষায় বলা হয়েছে

কানাডার সবচেয়ে রুঢ় এবং নম্র শহর দুটোর অবস্থানই অন্টারিওতে। বার্ষিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

অনলাইন টিউটোরিং প্ল্যাটফরম প্রেপলি ৪৪ শহরের দেড় হাজারের বেশি মানুষের ওপর সমীক্ষাটি চালায়। যাদের ওপর সমীক্ষাটি চালানো হয়েছে তাদের সবাই শহরটিতে কমপক্ষে এক বছর ধরে বসবাস করছেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের জানতে চাওয়া হয়েছিল তারা যেখানে বসবাস করছেন সেখানে অসম্মানজনক আচরণ কতটা ঘন ঘন দেখা যায়। ২৬টি ধরনের ভিত্তিতে প্রশ্নটি করা হয়। এর ভিত্তিতে শহরের রুঢ়তার স্কোর করা হয়। সর্বোচ্চ স্কোর ধরা হয় ১০।

- Advertisement -

সমীক্ষার ফলাফল অনুযায়ী, কানাডার শীর্ষ তিন রুঢ় শহরের অবস্থান গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ)। এর মধ্যে ৮ দশমিক শূন্য ৫ স্কোর নিয়ে সবচেয়ে রুঢ় শহর হিসেবে চিহ্নিত হয়েছে অন্টারিওর ভন। ৭ দশমিক শূন্য ৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অন্টারিওর ব্র্যাম্পটন। রুঢ়তার গড় স্কোর ৫ দশমিক ২২। রুঢ়তার সূচকে উপরের দিকে থাকা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে উইন্ডসর, যাদের অবস্থান তালিকায় পঞ্চম। এ ছাড়া থান্ডার বে রয়েছে তালিকায় ষষ্ঠ এবং সাডবারি নবম।

রুঢ়তার পাশাপাশি কানাডার সবচেয়ে নম্র শহরটির অবস্থানও অন্টারিওতে। ২ দশমিক ৯৭ স্কোর নিয়ে সবচেয়ে ভদ্র শহরের স্বীকৃতি পেয়েছে অন্টারিওর মারখাম। সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণেই এটা সম্ভব হয়েছে বলে সমীক্ষায় বলা হয়েছে। এই তালিকায় আরও আছে চ্যাথাম-কেন্ট, সেন্ট ক্যাথারিন্স, ওকভিল, কিংস্টন এবং লন্ডন।

কানাডার কোন শহরগুলো সবচেয়ে বেশি অঙ্গীকার ও ক্ষমা প্রার্থনা করে সেই তালিকাও করেছে প্রেপলি। উভয় শ্রেণিতেই প্রথম হয়েছে বার্লিংটন।

রুঢ়তার সূচকে গ্রেটার টরন্টোর শহরগুলোর মধ্যে ভনের স্কোর ৮ দশমিক শূন্য ৫, ব্র্যাম্পটনের ৭ দশমিক শূন্য ৫, টরন্টোর ৫ দশমিক ৯১, মিসিসোগার ৫ দশমিক ২৫, রিচমন্ড হিলের ৪ দশমিক ৮৯, বার্লিংটনের ৪ দশমিক ৭৬, ওশাওয়ার ৪ দশমিক ৭৩, ওকভিলের ৪ দশমিক ৪৬ এবং মারখামের ২ দশমিক ৯১।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.