শুক্রবার, মে ৩, ২০২৪
11 C
Toronto

Latest Posts

এলসিবিওর উপাত্ত হ্যাকড

- Advertisement -
এলসিবিও এক বিবৃতিতে জানিয়েছে, ৯ আগস্ট একটি গ্রুপ এলসিবিওর নির্দিষ্ট কিছু গ্রাহকের তথ্যে প্রবেশ করে বলে তারা জানতে পেরেছে

উপাত্ত হ্যাকিংয়ের ঘটনায় কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিও (এলসিবিও)। চলতি বছর এটা এ ধরনের দ্বিতীয় ঘটনা।

এলসিবিও এক বিবৃতিতে জানিয়েছে, ৯ আগস্ট একটি গ্রুপ এলসিবিওর নির্দিষ্ট কিছু গ্রাহকের তথ্যে প্রবেশ করে বলে তারা জানতে পেরেছে।
এলসিবিও কনভার্সন ডিজিটাল নামে তৃতীয় পক্ষের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রোমোশনাল ইমেইল পাঠিয়েছে। এই প্রোমোশনে যারা সাইন-আপ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

- Advertisement -

প্রাথমিকভাবে এর ফলে গ্রাহকের প্রথম নাম ও ইমেইল অ্যাড্রেস চুরি গেছে। তবে সাইন-আপের সময় দেওয়া জন্মতারিখ, পোস্টাল কোড এবং অ্যারোপ্লেন নাম্বারও চুরি হতে পারে। তবে ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্যের মতো পাসওয়ার্ড ও আর্থিক বিষয় সংক্রান্ত তথ্য এতে প্রভাবিত হয়নি বলে জানিয়েছে এলসিবিও।

সরকারি সংস্থা হিসেবে বিষয়টি অফিস অব দ্য ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি কমিশনার অব অন্টারিওকে অবহিত করেছে এলসিবিও। গত জানুয়ারিতেও এলসিবিওর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটে।

তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টির তদন্ত চলাকালে প্রোমোশনাল ইমেইল পাঠানো বন্ধ রেখেছে এলসিবিও। এ অবস্থায় এলসিবিও গ্রাহকদের লিংকসহ অপরিচিত ইমেইল অথবা আর্থিক বিষয়ে অনুরোধ সম্বলিত অনুরোধের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.