শুক্রবার, মে ৩, ২০২৪
12.9 C
Toronto

Latest Posts

কাগজের ব্যাগ বাতিল করছে এলসিবিও

- Advertisement -
লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিওর (এলসিবিও) স্টোরগুলোতে আর কাগজের ব্যাগ পাওয়া যাবে না। ৫ সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে

লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিওর (এলসিবিও) স্টোরগুলোতে আর কাগজের ব্যাগ পাওয়া যাবে না। ৫ সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে।
এক মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে, নতুন টেকসইউদ্যোগের অংশ হিসেবে কাগজের ব্যাগ তুলে দেওয়া হচ্ছে।

কোম্পানি বলছে, প্রতি বছর তাদের স্টোরগুলোতে সাড়ে ১৩ কোটি কাগজের ব্যাগ বিক্রি হয়ে থাকে। এলসিবিও স্টোরগুলো ৮ প্যাক ক্যারিয়ার ব্যাগের বিনামূল্যে সরবরাহ অব্যাহত রাখবে। অথবা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ কেনা যাবে। গ্রাহকদের তাদের নিজেদেরকে পুনর্র্ব্যবহারযোগ্য ব্যাগ নিয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে।
অলাভজনক ট্রি-কানাডার সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

- Advertisement -

বলা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে এক লাখ ৮৮ হাজারটির সমসংখ্যক গাছ রক্ষা পাবে প্রতি বছর। পাশাপাশি ল্যান্ডফিলগুলোতে বছরে ২ হাজার ৬৬৫ টন বর্জ্য কম যাবে। প্লাস্টিক ব্যাগ এরই মধ্যে বাতিল করেছে এলসিবিও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.