শুক্রবার, মে ৩, ২০২৪
12.7 C
Toronto

Latest Posts

কার্লি ফরচুনের উপন্যাসের চলচ্চিত্র স্বত্ত্ব কিনলেন প্রিন্স হ্যারি ও মেগান

- Advertisement -
উপন্যাসটির ভিত্তিতে চলচ্চিত্র নির্মাণ করা হবে নাকি সিরিজ সেটা স্পষ্ট করেননি কার্লি ফরচুন। তিনি বলেন, উপন্যাসে ভালোবাসার যে গল্প সেটি একেবারেই তার হৃদয়ের কাছের এবং এর চেয়ে ভালো অংশীদারিত্ব তিনি কল্পনা করতে পারছেন না

কানডিয়ান ঔপন্যাসিক কার্লি ফরচুন তার রোমান্টিক উপন্যাসের চলচ্চিত্র স্বত্ত্ব ডিউক এবং ডাচেচ অব সাসেক্সের মালিকানাধীন একটি প্রযোজনা কোম্পানি কিনে নিয়েছে বলে জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, নেটফ্লিক্স এবং আর্কওয়েল প্রোডাকশন্সের সঙ্গে জোট বাঁধতে পেরে তিনি রোমাঞ্চিত। আর্কওয়েল প্রোডাকশন্সের মালিক হচ্ছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। কার্লি ফরচুনের উপন্যাসটির নাম ‘মিট মি অ্যাট দ্য লেক’।

উপন্যাসটি ৩০ বছর বয়সী এক দম্পতিকে নিয়ে। যারা একদিনের জীন বদলে দেওয়া অ্যাডভেঞ্চারে টরন্টোতে যান। সেখানেই মেগান থাকতেন এবং এখানেই হ্যারির সঙ্গে তার পরিচয়।

- Advertisement -

উপন্যাসটির ভিত্তিতে চলচ্চিত্র নির্মাণ করা হবে নাকি সিরিজ সেটা স্পষ্ট করেননি কার্লি ফরচুন। তিনি বলেন, উপন্যাসে ভালোবাসার যে গল্প সেটি একেবারেই তার হৃদয়ের কাছের এবং এর চেয়ে ভালো অংশীদারিত্ব তিনি কল্পনা করতে পারছেন না।

তিনি বলেন, বইটি লেখা ছিল তার জন্য বিরাট ব্যক্তিগত এক চ্যালেঞ্জ। এটা এভাবে স্বীকৃত হতে দেখাটা সত্যিই অবিশ^াস্য।

হ্যারি এবং মেগান রাজকীয় দায়িত্ব থেকে ২০২০ সালে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারপর যুক্তরাষ্ট্রে এসে নানা উদ্যোগ শুরু করেছেন তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.