বুধবার, মে ৮, ২০২৪
16 C
Toronto

Latest Posts

কানাডিয়ান সেন্টারের চলচ্চিত্রের প্রদর্শনীতে দর্শকদের ভিড়

- Advertisement -

আগস্ট ১২, রবিবার ২০২৩। দর্শক ভর্তি মিলনায়তন। পর্দায় চলছে পিক্সার অ্যানিমেশন চলচ্চিত্র ‘আপ’। বেসরকারী সংস্থা কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশান এন্ড নলেজ “আপ” চলচ্চিত্রের এক প্রদর্শনী করে ১২ আগষ্ট রবিবার বিকাল পাঁচটায়, টরন্টোর ডেনফোর্থস্থ রেডহট তন্দুরীতে। প্রদর্শনীতে শিশু, তরুন বৃদ্ধসহ সব বয়সের টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক লোক চলচ্চিত্রটি উপভোগ করেন।

- Advertisement -

চলচ্চিত্রটি প্রদর্শনীর আগে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব মঈণ চৌধুরী ও রীনা সেন গুপ্তা। মধ্য বয়সীদের মধ্যে ফজলে রাব্বি, মহফুজা বেগম ও সিমা নাথ এবং তরুণদের মধ্যে তানজিনাল আলম, সাইফ উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কানাডিয়ান সেন্টারের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসট্যান্ট অন্তি সাহা ,কমিউনিটি ওয়ার্কার তানজিম হোসেন, ইয়ুথ কাউন্সিলের সদস্য এবং কমিউনিটির শিশু, তরুন, প্রবীণ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

প্রদর্শনী শেষে সবাই কানাডিয়ান সেন্টার আয়োজিত এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, “আপ” একটি অসাধারণ চলচ্চিত্র। পিক্সার অ্যানিমেশন স্টুডিও দ্বারা নির্মিত এবং ওয়াল্ট ডিজনি পিকচার্স দ্বারা মুক্তিপ্রাপ্ত অ্যনিমেটেড এই ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। শিশু, বয়স্ক সবার ভাল লাগার জন্য চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয়েছে। গর্ভমেন্ট অব কানাডার নিউ হোরাইজন ফর সিনিয়র্স প্রজেক্টের আওতায় কানাডিয়ান সেন্টার এর আয়োজন করে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের আয়োজকদের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.