শুক্রবার, মে ৩, ২০২৪
11 C
Toronto

Latest Posts

কানাডায় দক্ষিণ এশিয় সাহিত্য উৎসবে যোগ দিচ্ছেন বাঙালি লেখকেরাও

- Advertisement -
কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটন শহরে আগামী ২৫,২৬ এবং ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ এশিয় সাহিত্য উৎসব

কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটন শহরে আগামী ২৫,২৬ এবং ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ এশিয় সাহিত্য উৎসব। টরন্টো এবং এর পার্শবর্তী শহরগুলোর বাঙালি লেখকেরাও এই সাহিত্য উৎসবে তিনটি সেশনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো কানাডায় বসবাসকারী দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষাভাষী লেখকদের নিয়ে আয়োজন হতে চলেছে এই সাহিত্য উৎসব। ২৬ আগস্ট বাঙালি লেখকেরা বিভিন্ন সেশনে অংশ নেবেন। সেদিন সকাল সাড়ে ১০টায় ‘কেনেডিয়ান ল্যান্ডস্কেপ ফর সাউথ এশিয়ান রাইটারস’ সেশনে অবাঙালি লেখকদের সাথে যুক্ত হবেন টরন্টোবাসী লেখক ও সংগঠক সুব্রত কুমার দাস। সকাল সাড়ে এগারোটায় ‘বেঙ্গলিজ ইন ক্যানলিট’ সেশনে যে তিনজন বাঙালি বংশোদ্ভুত ইংরেজিভাষী লেখক যুক্ত হবেন তারা হলেন শাম মুখার্জি, সিলমি আব্দুল্লাহ এবং সুমাইয়া মতিন। এই পর্বটি পরিচালনায় থাকবেন বিশিষ্ট বাঙালি অনুবাদক শ্রেয়সি বোস।

- Advertisement -

দুপুর আড়াইটায় ‘কেনেডিয়ান বেঙ্গলি রাইটারস’ শিরোনামের পর্বে সেদিন যে বাঙালি লেখকেরা কথা বলবেন তারা হলেন বিশিষ্ট চিন্তক আকবর হোসেন, কবি চয়ন দাস এবং কথাসাহিত্যিক জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন। এই পর্বটির পরিচালনায় থাকবেন নন্দিত লেখক ও উপস্থাপক তাসমিনা খান।

ব্রাম্পটনের সেঞ্চুরি গার্ডেন্স রিক্রিয়েশন সেন্টারে এই সাহিত্য উৎসবটি অনুষ্ঠিত হবে। ঠিকানা ৩৪০ ভোডেন স্ট্রিট ইস্ট। আয়োজকদের পক্ষে সুব্রত কুমার দাস জানিয়েছেন দুইদিন ধরে সকল উপস্থিত অতিথি এবং অংশগ্রহণকারীর জন্য বিনা খরচে খাবারের ব্যবস্থা থাকবে।

দুই দিনেই বিকেল সাড়ে চারটায় লেখকদেরকে উৎসাহদানের জন্য থাকবে নগদ মূল্যের পুরস্কার। জানা গেছে নালন্দা পুরস্কার নামে মোট ১০ হাজার কেনেডিয়ান ডলার নগদ পুরস্কার হিসেবে লেখকদের মধ্যে প্রদান করা হবে।

উল্লেখ করা যেতে পারে ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসবের জাকজমকপূর্ণ উদবোধন হবে যাতে আমন্ত্রিত হয়েছেন কানাডার বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণ এশিয়ার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.