শুক্রবার, মে ৩, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

আশিকিন এন্টারটেইনমেন্ট আয়োজিত “মিউজিক ফেস্টিভ্যালের বাঁধভাঙা সাফল্য

- Advertisement -

গত ১২ আগস্ট টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো তারকাসমৃদ্ধ এ বছরের অন্যতম একটি বিশাল অনুষ্ঠান আশিকিন এন্টারটেইনমেন্ট আয়োজিত “মিউজিক ফেস্টিভ্যাল ২০২৩”। আয়োজনে ১৫০০ এর অধিক দর্শক শ্রোতা এক সুরের মোহজালে আবিষ্ট হয়ে মনে রাখার মতো একটি সন্ধ্যা উপভোগ করেন। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পী বালাম এবং তাহসান খান মন্ত্রমুগ্ধ করে রাখেন তাদের ভক্তকুলদের । এক সময়কার আলোচিত মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোনালিসার নৃতপরিবেশনও অনুষ্ঠানে একটি আলাদা মাত্রা যোগ করে ।

- Advertisement -

সন্ধ্যা ৭ টায় তিন উপস্থাপক- ববি রব্বানী, রাফি আলী ও অজন্তা চৌধুরীর ভিন্ন ধরণের উপস্থাপনে মঞ্চে আগমন ছিল ব্যতিক্রমী ভাবনার একটি অংশ। মন্ট্রিয়ল থেকে আগত আশরাফুল পাভেলের মৌলিক গান সহ বিভিন্ন জনপ্রিয় গানের সাথে দর্শক শ্রোতা সুরের ভুবনে প্রবেশ করেন। এর পর থেকে শুরু হয় শুধুই সুর তাল আর লয় -এর তরঙ্গ। মাডনেটিজম আটর্স ইন্ক্ এর ফাউন্ডার বিশিষ্ট প্রতিভাময় সংগীত শিল্পী সাদ আরিফ তৌসিফ এবং অঙ্কিতার ভিন্ন ধরণের উপস্থাপন ছিল উল্লেখযোগ্য একটি পর্ব। নিজস্ব যন্ত্রীদের নিয়ে এই শিল্পীদ্বয় কোক ষ্টুডিও-র নানা গানে দর্শক শ্রোতাদের মন ভরিয়ে তোলেন। তাদের “দেখা না দিলে বন্ধু কথা কৈও না ” গানটির সাথে হাজারো দর্শক কণ্ঠ মিলান।

ঠিক রাত ৮.৩০ টায় টরন্টোর হাজারো দর্শক তাদের প্রিয় শিল্পী বালামকে মঞ্চে পান, উচ্ছাস ও উদ্দীপনায় প্রিয় শিল্পীকে কাছে পেয়ে আনন্দে ফেটে পরে পুরো মিলনায়তনটি। সংগীতশিল্পী ও গিটারিস্ট বালাম এক নিমিষেই তার ভক্তকুলের কাছাকাছি চলে যান তাঁর প্রিয় সব গানগুলির মাধ্যমে। ভক্তদের অনুরোধের গান গেয়েও তিনি শ্রোতাদের মুগ্ধ করেন।

রাত ১০ টার কিছু পরে মঞ্চে আসেন সবার পছন্দের ভালোবাসার ও ভালোলাগার শিল্পী তাহসান খান। দর্শকদের অনাবিল উচ্ছাসে মিলনায়তনটি মুখোরিত হয়ে উঠে। চলতে থাকে একের পর এক প্রিয় সব গানের সাথে তাহসানের অসাধারণ উপস্থাপন। শিল্পী বালাম এবং তাহসানের গান গুলোকে অলংকৃত করে তুলেন যে সকল যন্ত্র শিল্পীরা তাদের দক্ষতায় তারা হলেন মোহাম্মদ আমজাদ (ড্রামার), এম ডি জাহিদুর রহমান (কী বোর্ড ), তুর্জ (বেজ গিটার) ও রাফি আলম (গিটার)।
আশিকিন এন্টারটেইনমেন্ট -এর কর্ণধার আশিকিন বন্নি ও আশিকিন ফারাহ জানান আগামী বছর মিউজিক ফেস্টিভ্যাল ২০২৪ এর আগাম সুসংবাদ। শিল্পী মিলা ও প্রীতম হাসান সহ আরো অনেক চমক থাকবে তাদের পরবর্তী আয়োজনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মেজবাহ উদ্দিন। আয়োজনে সম্মানিত স্পনসরদের ক্রেস্ট দিয়ে সম্মান জানান ডলি বেগম (এম পি পি , স্কারবোরো সাউথ ওয়েস্ট ), শিল্পী বালাম এবং আশিকিন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আশিকিন বন্নি এবং আশিকিন ফারাহ। এত বিশাল আয়োজনে এমন একটি অনুষ্ঠান অনেকটাই সহজ হয়ে উঠে ” টীম মেম্বার “দের নিরলস প্রচেষ্টায়। অনুষ্ঠানে তাদেরকেও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের তিন উপস্থাপকের হাতেও তারা সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন তাদের দক্ষ সুনিপুন উপস্থাপনের জন্য।

আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত কানায় কানায় দর্শক শ্রোতা ভর্তি মিলনায়তনটি সেদিন গানপ্রেমী মানুষদের মনে ঝড় তুলেছিল, সুরের আবেশে এক উন্মাদনার সৃষ্টি করেছিল। সুশৃঙ্খল পরিবেশে এক স্মরণীয় মিউজিক ফেস্টিভ্যালের সূচনা আশা জাগানিয়ার বার্তা নিয়ে আসে। আশিকিন এন্টারটেইনমেন্টের এই প্রয়াসে দর্শক শ্রোতাদের বিপুল উপস্থিতির জন্য আশিকিন বন্নি ও আশিকিন ফারাহ কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই আয়োজনের মূল চালিকা শক্তিই ছিল দর্শকদের সীমাহীন আগ্রহ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.