শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

স্টেলান্টিসকে ৫০০ কোটি ডলার ট্যাক্স ক্রেডিটের প্রস্তাব

- Advertisement -
উইন্ডসরে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারী একটি প্ল্যান্ট নির্মাণে ফেডারেল ও প্রাদেশিক সরকারের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে স্টেলান্টিস ও এলজি এনার্জি সলিউশন। প্ল্যান্টটি নির্মাণে ব্যয় হবে ৫০০ কোটি ডলার

অটোমেকার স্টেলান্টিসকে ৫০০ কোটি ডলারের ট্যাক্স ক্রেডিটের প্রস্তাব দিয়েছে অন্টারিও। একে বৈশি^ক বাণিজ্যের মূল্য হিসেবে ঘোষণা করেছেন অন্টারিওর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ভিক ফেডেলি।

জাপানের টোকিও থেকে সিটিভি নিউজ টরন্টোকে তিনি বলেন, আমি মনে করি প্রিমিয়ার ডগ ফোর্ড পরিস্থিতি দেখেছেন। ফেডারেল সরকার স্টেলান্টিসের সঙ্গে যাতে চুক্তি সম্পন্ন করে সে ব্যাপারে আমরা জোর দেব। এর ফলে অন্টারিওজুড়ে মানুষের চাকরি সুরক্ষিত হবে। বৈশি^ক ব্যবসা হওয়ার এটাই মূল্য।

- Advertisement -

উইন্ডসরে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারী একটি প্ল্যান্ট নির্মাণে ফেডারেল ও প্রাদেশিক সরকারের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে স্টেলান্টিস ও এলজি এনার্জি সলিউশন। প্ল্যান্টটি নির্মাণে ব্যয় হবে ৫০০ কোটি ডলার। এ ব্যাপারে প্রথম ঘোষণা দেওয়া হয় গত বছর। কিন্তু যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের কারণে তহবিলের ব্যাপারে দর-কষাকষি পুনরায় শুরু করার জন্য গত মে মাসে এর নির্মাণকাজ বন্ধ রাখা হয়।

মূল চুক্তিতে প্ল্যান্টটিতে ফেডারেল ও প্রাদেশিক উভয় সরকারের ৫০ কোটি ডলার করে তহবিল দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট পাস করার পর স্টেলান্টিস উভয় সরকারকে এর সঙ্গে সামঞ্জস্য আনার আহ্বান জানান। ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায় ব্যাটারিপ্রতি কোম্পানিগুলোকে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ ডলার ট্যাক্স ক্রেডিটের প্রস্তাব দেওয়া হয়েছে।

সে সময় সরকার ভক্সওয়াগেনের সঙ্গে আলাদা একটি চুক্তিকে পৌঁছায়। তাতে কোম্পানিটিকে ১ হাজার ৩০০ কোটি ডলার উৎপাদন ভর্তুকি দেওয়া হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.