রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
11.1 C
Toronto

Latest Posts

ইহুদি বিদ্বেষী ফ্লাইয়ার নিয়ে পিটারবোরোতে উদ্বেগ

- Advertisement -
জুইশ কমিউনিটি সেন্টার অব পিটারবোরোর মুখপাত্র রন মলনার এক বিবৃতিতে বলেছেন, কিছু কারণে পিটারবোরো চরমপন্থী ডানপন্থী ভাবদর্শের পীঠস্থান হয়ে উঠছে

অন্টারিওর পিটারবোরে ও অন্যান্য স্থানে ইউদি বিদ্বেষী যে ফ্লাইয়ার বিতরণ করা হয়েছে তার সঙ্গে আমেরিকান একটি হেট গ্রুপের সম্পর্ক রয়েছে বলে অ্যাডভোকেসি গ্রুপগুলো জানিয়েছে। পুলিশ এ ঘটনা খতিয়ে দেখছে।

কানাডা দিবসের ছুটিতে পিটারবোরোর ১৯টি পরিবার ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ও শে^তাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের অপপ্রচার সম্বলিত ফ্লাইয়ার পাওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে গত তিন মাসে নগরীতে তৃতীয়বার এ ধরনের ঘটনা ঘটলো।

- Advertisement -

পিটারবোরোর মেয়র জেফ লিল বলেন, ইহুদি কমিউনিটির ভাই ও বোনেদের লক্ষ্য করে এ ধরনের ঘৃণা একেবারেই গ্রহণ করার মতো নয়। ঘৃণাত্মক এই আচরণের উৎপত্তি আমেরিকায়।

দ্য ফ্রেন্ডস অব সিমন ভাইজেন্থাল সেন্টার ও অন্যরা এই ফ্লাইয়ারের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক হেট গ্রুপ গোয়িম ডিফেন্স লীগের সরাসরি সম্পৃক্ত বলে অভিযোগ করেছে। ফ্লাইয়ারের জন্য সুনির্ষ্টি কোনো ব্যক্তি বা গ্রুপের নাম উল্লেখ করেনি পিটারবোরো পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের ঘটনাও ঘটেনি।

নগরীর একটি এলিমেন্টারি স্কুলে ইহুদি ও কৃষ্ণাঙ্গবিরোধী গ্রাফিতি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো। জিডিএলের সঙ্গে সম্পর্কিত ইহুদি বিদ্বেষী এই ফ্লাইয়ার এ বছরের গোড়ার দিকে সাস্কাটুনেও পাওয়া গিয়েছিল।

জুইশ কমিউনিটি সেন্টার অব পিটারবোরোর মুখপাত্র রন মলনার এক বিবৃতিতে বলেছেন, কিছু কারণে পিটারবোরো চরমপন্থী ডানপন্থী ভাবদর্শের পীঠস্থান হয়ে উঠছে।

২০২০ সালে পিটারবোরোতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে ১৯ দশমিক ৪টি হেট ক্রাইমের ঘটনার খবর পেয়েছিল পুলিশ। দেশের মধ্যে এটা সর্বোচ্চ। ২০২১ সালে প্রতি এক লাখ মানুষের মধ্যে পুলিশকে অবহিত করা হেট ক্রাইমের ঘটনা ছিল ১৮ দশমিক ৭টি। সে বছর হেট ক্রাইম সবচেয়ে বেশি ছিল অটোয়াতে। তারপরও পিটারবোরোতে হেট ক্রাইম জাতীয় গড়ের অনেক উপরে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, কানাডায় হেট ক্রাইমের জাতীয় গড় ৮ দশমিক ৮।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.