শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

টরন্টোতে ‘রত্না লেইন’

- Advertisement -

ইছমত আরা রত্না ২০১৯ সালের ১৯ আগষ্ট টরন্টোর ডাউনটাউনের রিজেন্ট পার্ক এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গাড়ীর আঘাতে নিহত হন। রিজেন্ট পার্কের মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বড় ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, মরহুম আব্দুল হক (রত্না মারা যাবার কিছুদিন পর তিনিও মৃত্যুবরণ করেন) আব্দুল লতিফ এবং আব্দুল হান্নান সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উদ্যোগে তার স্মরণে একটি রাস্তার নামকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি টরন্টো হাউজিং এর উদ্যোগে ভোটের মাধ্যমে “রত্না লেইন” নামটি স্বীকৃতি পায়।

রত্না যে শুধুমাত্র তার পরিবারেরই আদরের ছিল না, একজন বোন, একজন “মা” হিসেবে কমিউনিটির কাছে কতটুকু আদরের ও সম্মানের ছিল সেদিন বোঝা গিয়েছিল প্রচন্ড ঠান্ডা, তুষারপাত উপেক্ষা করেও ভোট দিতে আসা কমিউনিটির সর্বস্তরের পুরুষ ও মহিলাদের উপস্থিতি দেখে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গত ৮ জুলাই সকাল ১১ টা ৩০ মিনিটে ডান্ডাস ও রিভার স্ট্রীট এর মাঝামাঝি মরহুমা রত্না স্মরণে Ratna Ln নামে একটা রাস্তার নামকরণের ফলক উন্মোচন করা হয়। পরিবারের সকলের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন হয় Ratna Ln.

উদ্বোধনী অনুষ্ঠানে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন এম.পি.পি ক্রিস্টিঙ্ক ওয়ান টেম, কাউন্সিলর ক্রিস মইছ, বড় ভাই আব্দুল আউয়াল ও রত্নার রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে নুজহাত লতিফ।

উপস্থিত ছিলেন টরন্টো হাউজিং এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, রিজেন্ট পার্ক, মোছ পার্ক, ক্যাবেজ টাউন সহ এলাকার নেতৃবৃন্দ, সুরাইয়া ইব্রাহিম,আব্দুল বাছিত, শাহান চৌধুরী, জগলুল হক, মিজান চৌধুরী, মঞ্জুর আহমন টিপু, মোঃ আসাদ উদ্দিন,ফয়জু চৌধুরী,বাপ্পি রহমান, নাজনীন সুলতানা সহ আরো অনেকে। টরেন্টোতে ‘রত্না লেইন’ এর ফলক উন্মোচন
মাছুমুর রহমান বাপ্পী: ইছমত আরা রত্না ২০১৯ সালের ১৯ আগষ্ট টরন্টোর ডাউনটাউনের রিজেন্ট পার্ক এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গাড়ীর আঘাতে নিহত হন। রিজেন্ট পার্কের মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বড় ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, মরহুম আব্দুল হক (রত্না মারা যাবার কিছুদিন পর তিনিও মৃত্যুবরণ করেন) আব্দুল লতিফ এবং আব্দুল হান্নান সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উদ্যোগে তার স্মরণে একটি রাস্তার নামকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি টরন্টো হাউজিং এর উদ্যোগে ভোটের মাধ্যমে “রত্না লেইন” নামটি স্বীকৃতি পায়।

রত্না যে শুধুমাত্র তার পরিবারেরই আদরের ছিল না, একজন বোন, একজন “মা” হিসেবে কমিউনিটির কাছে কতটুকু আদরের ও সম্মানের ছিল সেদিন বোঝা গিয়েছিল প্রচন্ড ঠান্ডা, তুষারপাত উপেক্ষা করেও ভোট দিতে আসা কমিউনিটির সর্বস্তরের পুরুষ ও মহিলাদের উপস্থিতি দেখে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গত ৮ জুলাই সকাল ১১ টা ৩০ মিনিটে ডান্ডাস ও রিভার স্ট্রীট এর মাঝামাঝি মরহুমা রত্না স্মরণে Ratna Ln নামে একটা রাস্তার নামকরণের ফলক উন্মোচন করা হয়। পরিবারের সকলের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন হয় Ratna Ln.

উদ্বোধনী অনুষ্ঠানে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন এম.পি.পি ক্রিস্টিঙ্ক ওয়ান টেম, কাউন্সিলর ক্রিস মইছ, বড় ভাই আব্দুল আউয়াল ও রত্নার রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে নুজহাত লতিফ।

উপস্থিত ছিলেন টরন্টো হাউজিং এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, রিজেন্ট পার্ক, মোছ পার্ক, ক্যাবেজ টাউন সহ এলাকার নেতৃবৃন্দ, সুরাইয়া ইব্রাহিম,আব্দুল বাছিত, শাহান চৌধুরী, জগলুল হক, মিজান চৌধুরী, মঞ্জুর আহমন টিপু, মোঃ আসাদ উদ্দিন,ফয়জু চৌধুরী,বাপ্পি রহমান, নাজনীন সুলতানা সহ আরো অনেকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.