২১ মে ২০২৩, রবিবারের সন্ধ্যাটা খেলাঘর কানাডা’র বন্ধুদের জন্য আলো ঝলমল এক অনন্য সময়
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রাক্তন খেলাঘরিয়ানদের জন্য খেলাঘর কোন সংগঠন নয়; এটি একটি আবেগ, ভালবাসা আর চেতনার নাম। তাদের সোনালী শৈশব, দুরন্ত কৈশোর আর উচ্ছ্বল তারুণ্যের অপর নাম খেলাঘর। প্রতিটি খেলাঘরিয়ান একে অপরের বন্ধু, পরম আপনজন।
২১ মে ২০২৩, রবিবারের সন্ধ্যাটা খেলাঘর কানাডা’র বন্ধুদের জন্য আলো ঝলমল এক অনন্য সময়। প্রাক্তন খেলাঘরিয়ান ও জনপ্রিয় অভিনেতা খেলাঘরের স্বজন মীর সাব্বির-এর টরণ্টোতে আগমন উপলক্ষে তাকে ঘিরে খেলাঘর কানাডার ঘরোয়া আয়োজনে খেলাঘরের কর্মী, শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন খেলাঘরিয়ান ও শিশুদের উপস্থিতিতে স্থানীয় লবঙ্গ রেস্টুরেন্ট উৎসবমুখর হয়ে ওঠে।
আবেগে, উচ্ছ্বাসে, ভালবাসায়, খেলাঘর বন্ধুদের শৈশব কৈশোরের হীরক-সময়ের স্মৃতিকাতরতায় মীর সাব্বির-কে কেন্দ্র করে আয়োজিত ‘খেলাঘর সন্ধ্যা’টি খেলাঘরিয়ানদের জন্য আক্ষরিক অর্থেই সেই সোনালী দিনগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার প্রদীপ্ত উপলক্ষ হয়ে ওঠে। আড্ডায়, আলাপচারিতায়, শিশুদের পরিবেশনায়, গানে-কবিতায় অনাড়ম্বর ও ঘরোয়া আড্ডা টাইপের এই আয়োজনটিই এক অনন্য আয়োজনে পরিণত হয়। গলায় খেলাঘরের লাল স্কার্ফ জড়িয়ে সমবেত কন্ঠে খেলাঘর সংগীত ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক’- পরিবেশনার সময় সবাই যেন তাদের শৈশব- কৈশোর আর খেলাঘরময় উচ্ছ্বল তারুণ্যে ফিরে ফিরে যান।
মীর সাব্বিরের সাথে বাংলাদেশের নাট্য জগতের পরিচিত প্রিয়মুখ মাজনুন মিজানের উপস্থিতি ও প্রতিটি পর্যায়ে তাঁর আন্তরিকতার উষ্ণতা, অমায়িকতা সবাইকে ছুঁয়ে যায় এবং এই আনন্দকে বহুগুণে প্রসারিত করে। মীর সাব্বির ও মাজনুন মিজানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালবাসা ও কৃতজ্ঞতা।
টরন্টোর সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণের ও মিডিয়ার উজ্জ্বল প্রিয়সব মুখগুলোর উপস্থিতি সত্যিকার অর্থেই অনবদ্য, অসাধারণ। খেলাঘর কানাডা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাবদ্ধ। এই আয়োজনে আলোকিত খেলাঘরিয়ান টরন্টোর প্রিয়মুখ তরুণ ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ-এর পৃষ্ঠপোষকতার জন্য তাঁর প্রতি খেলাঘর কানাডা’র অবারিত শুভেচ্ছা, ভালবাসা ও কৃতজ্ঞতা।
উপস্থিত সকলের প্রতি এবং যারা বিভিন্ন বাস্তবতায় ইচ্ছে থাকা সত্ত্বেও যুক্ত হতে পারেননি, যারা বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা-শুভকামনা জানিয়েছেন, উৎসাহিত করেছেন- সবার প্রতি খেলাঘর কানাডার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভকামনা।
উজ্জ্বল-উচ্ছ্বল এই সোনালী সন্ধ্যার কিছু ছবি শেয়ার করছি সবার সাথে। ছবিগুলোর বেশীরভাগই রাশেদ শাওনের ক্যামেরায় তোলা এবং অবশিষ্ট ছবি খেলাঘরের বন্ধু ও সুহৃদদের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
সবার অব্যাহত সমর্থনে, অংশগ্রহণে, সহযোগিতায় খেলাঘর কানাডা আরও এগিয়ে যাবে, গতিশীল হবে- এই আমাদের প্রত্যাশা ও বিশ্বাস।