শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বান্দরবনে মা ও শিশু স্বাস্হ্য তথ্য বইয়ের প্রশিক্ষণ

- Advertisement -

সন্প্রতি বান্দরবন জেলার পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে আলীকদম উপজেলার একটি ইউনিয়নে ‘ জিরো হোম ডেলিভারি’ নিশ্চিত করতে মা ও শিশু তথ্য বইয়ের স্মাট পাইলট কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্হ্যের বিশেষজ্ঞ ডক্টর সাফি ভূইয়ার কারিগরি সহায়তায় এই স্মার্ট প্রকল্পটি সম্প্রতি চালু হয়। বিশ্বের প্রায় অর্ধশতকের বেশি দেশে এধরনের কার্যক্রম চলছে এবং ডক্টর সাফি ভূইয়ার নেতৃত্বে বাংলাদেশে ও ছোট পরিসরে চালু আছে প্রায় এক যুগের ও বেশি সময়ধরে। বর্তমানে স্হানীয় উদ্যোগে বান্দরবন, খাগড়াছড়ি এবং রংপুর জেলায় এ কার্যক্রম চালু করা হয়েছে। স্বাস্হ্য কর্মীদের প্রশিক্ষণ এই প্রকল্পের সাফল্যের একটি বড় দিক বলে ড. ভূইয়া অভিমত ব্যক্ত করেন। এই লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি প্রথমবারের মত বান্দরবন জেলায় অনুষ্ঠিত হলো মা ও শিশু তথ্য বই ব্যবহারে স্বাস্হ্য কর্মকর্তা ও মাঠ কর্মীদের প্রশিক্ষণ।

- Advertisement -

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পঃ পঃ উপপরিচালক ডাঃ অং লু’র সভাপতিত্বে স্বানীয় ইউ এন ও, সদস্য বি এইচ ডি সি, স্হানীয় চেয়ারম্যান, চিকিৎসক এবং উপজেলা ও মাঠ পর্যায়ের প্রায় পচিঁশজন কর্মকর্তা ও ষ্টাফ অংশ নেন।

ডক্টর সাফি ভূইয়ার সঞ্চালনে প্রশিক্ষণে মাষ্টার ট্রেইনার হিসেবে ডাক্তার তামজিদা হানফী প্রাক্তন সিনিয়র ম্যানেজার ব্রাক ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সাফি ভূইয়ার স্হানীয় গবেষণা টীম সহ মিসেস সৈয়দা মাহবুবা বেগম, মাঠ কর্মীদের ট্রেনিং বিশেষজ্ঞ প্রাক্তন সিস্টার টিউটর আজিমপুর মাতৃসদন, ঢাকা।

এ প্রশিক্ষণে মাঠকর্মী সাথে প্রায় তিরিশজন গর্ভবতী মা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. সাফি ভূইয়া সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে রংপুর এবং খাগড়াছড়িতে অনুরুপ ট্রেনিং ও কর্মশালায় সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.