
অন্টারিওর স্বঘোষিত ক্রিপ্টো কিং এইডেন প্লেটারিস্কি অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। অপহরণকারীরা তার কাছে বিপুল পরিমাণ অর্থও মুক্তিপণ হিসেবে দাবি করেছিলেন বলে গত ডিসেম্বরে আদালতকে বলেন তার বাবা।
সিটিভি নিউজ টরন্টোর হাতে আসা নতুন এক নথিতে ডিসেম্বরের ওই ঘটনার ব্যাপারে বিস্তারিত উল্লেখ আছে। তাতে বলা হয়েছে, ডাউনটাউন টরন্টো থেকে প্লেটারস্কিকে অপহরণ করে তিনদিন ধরে অন্টারিওর দক্ষিণে নেওয়া হয়।
প্রায় ৭৫০ পৃষ্ঠার প্রতিবেদনটি ১৪ মার্চ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্লেটারস্কির হাতে আসা ৪ কোটি ডলারের ২ শতাংশেরও কম তিনি বিনিয়োগ করেছেন। এর পরিবর্তে তিনি প্রায় ৩৮ শতাংশ অর্থাৎ ১ কোটি ৬০ লাখ ডলার বিলাসবহুল কার, ব্যক্তিগত জেট এবং অবকাশ যাপনে ব্যয় করেন।
এই মামলায় ব্যাংকরাপ্টসি ট্রাস্টি হিসেবে নিয়োগ পেয়েছেন রব স্টেলজার। সিটিভি নিউজ টরন্টোকে তিনি বলেন, এইডেন যে ব্যবসা পরিচালনা করতেন সেখানে তারা অর্থ বিনিয়োগ করেছিলেন, যা ঘটার কথা নয়।
এ ব্যাপারে মন্তব্য জানতে প্লেটারস্কির আইনজীবীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সিটিভি নিউজ। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
স্টেলজার ডিসেম্বরের গোড়ার দিকে সিটিভি নিউজ টরন্টোকে বলেন, প্লেটারস্কি যে অপহরণ হয়েছেন টরন্টোর পুলিশ তাকে তা জানায়। তার কাছে অনেক মানুষ অর্থ পাবে।
প্লেটারস্কি বলেন, বাড়ির মালিক ছাড়া তাকে ফোন করার মতো কেউ নেই। আমি করতে পারি এমন সত্যিই কিছু নেই।
প্লেটারস্কি ১০টির বেশি স্পোর্টস কার চালান। তার সংগ্রহের মধ্যে রয়েছে ম্যাকলারেন সেনা। এটা খুবই কম তৈরি একটি সুপারকার, যা কিনতে ২০২১ সালের সেপ্টেম্বরে খরচ পড়েছিল ১৬ লাখ ডলার।