
সাম্প্রতিক সময়ে যদি টরন্টোতে অবতরণ করে থাকেন তাহলে পিয়ারসন বিমানবন্দরের অ্যারাইভাল সেকশনে মেয়রের ছবিটা অন্যরকম চোখে পড়বে। সেখানে টরন্টোর সাবেক মেয়র জন টরির ছবিটা ক্র্যাফট পেপার দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে। এই ছবি এখন অনলাইনেও ঘুরছে।
পিয়ারসন বিমানবন্দরে অবতরণের পর শহরে পা ফেলার আগে এই ছবিটাই প্রথমে চোখে পড়ে যাত্রীদের। ডিসপ্লে বোর্ডে জন টরির ছবিটি ঢেলে দেওয়া হলেও মিসিসোগার মেয়র বনি ক্রম্বি ও ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউনের ছবি আগের মতোই রয়েছে।
এ ব্যাপারে জানতে গ্রেটার টরন্টো এয়ারপোর্টস অথরিটির (জিটিএএ) সঙ্গে যোগাযোগ করেছিল সিটিভি নিউজ। তবে এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে এক ইমেইলে জানিয়েছে তারা। জিটিএএর একজন মুখপাত্র বলেন, আমরা তদন্ত করেছি এবং জেনেছি যে, মেয়রের ছবি ঢেকে দেওয়ার সঙ্গে জিটিএএর কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
জন টরির ছবি থেকে কাগজটি জিটিএএ সরিয়ে নিলেও সংস্থাটি বলেছে, মেয়র পরিবর্তন হওয়ায় এটা সংশোধন করে পুনরায় স্থাপন করা হবে।
সাবেক এক কর্মীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর জন টরি আনুষ্ঠানিকভাবে মেয়রের পদ থকে পদত্যাগ করেছেন। ২০১৪ সাল থেকে তিনি টরন্টোর মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। অক্টোবরে বিপুল জয়ের পর তৃতীয় মেয়াদের দায়িত্ব পালনও শুরু করেছিলেন তিনি।
জন টরির পদত্যাগের পর ডেপুটি মেয়র জেনিফার ম্যাককেলভি মেয়রের কিছু দায়িত্ব পালন করছেন।