
কানাডাজুড়ে ফ্লু ছড়িয়ে পড়া অব্যাহত থাকলেও তা ব্যাপক হ্রাস পেয়েছে। পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এর আগে ফ্লুতে আক্রান্তের হার ব্যাপক বেড়ে যাওয়ার পর অধিকাংশ জরিপ বলছে, ইনফ্লুয়েঞ্জা কমে আসছে। ৬ জানুয়ারি পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা প্রকাশিত ফ্লু ওয়াচ প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এতে বলা হয়েছে, বছরের এই সময়টাতে সব নির্দেশকই প্রত্যাশার মধ্যে রয়েছে।
শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তির সংখ্যাও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং বছরের এই সময়টাতে সাধারণত যে ধরনের থাকে সে অবস্থায় রয়েছে। এর আগে দেশজুড়ে মারাত্মক ফ্লু মৌসুম শুরু হওয়ার পর সারাদেশের হাসপাতালের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়। নভেম্বরের শেষ সপ্তাহে কোনো একক সপ্তাহে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়।
ফ্লু মৌসুমে সাধারণত ১ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়ে থাকে। মহামারির সময় জনস্বাস্থ্য বিধির কারণে গত মৌসুমে ভর্তি হয়েছিল মাত্র ৪০০ জন। ২০২২ সালের নভেম্বরের শেষ পর্যন্ত ফ্লুর এইচ৩এন২ স্ট্রেইনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৭০০ এর বেশি শিশু। ভাইরাসের এই ধরনটি সবচেয়ে বেশি মারাত্মক বয়স্কদের ক্ষেত্রে। কোভিড-১৯ ও রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসসহ অন্যান্য রেসপিরেটরি ভাইরাসও ফ্লু মৌসুমে ভালোভাবেই বিদ্যমান ছিল।
ব্রিটিশ কলাম্বিয়ায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চার বৃদ্ধি অব্যাহত থাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে ইমার্জেন্সি অপারেশন সেন্টার পুনরায় চালু করা হচ্ছে। ওমিক্রন সাবভ্যারিয়েন্ট এক্সবিবি এর সাব-লিনিয়েজ এক্সবিবি.১.৫কে সবচেয়ে বেশি সংক্রামক বলে চিহ্নিত করেছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। কানাডাতেও ছড়াচ্ছে এটি।
ফ্লু রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের আগস্ট থেকে ল্যাবরেটরি পরীক্ষায় ৫৩৪ন জনের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লং-টার্ম কেয়ার হোমের ২৯০ জনের পরীক্ষায় ৫৪ শতাংশের ইনফ্লুয়েঞ্জা সনাক্ত হয়েছে। চলতি মৌসুমের এ পর্যন্ত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮২ জন।