শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

ফ্রিডম কনভয়ের আয়োজকদের ইউনিটি কনভয়ের ডাক

- Advertisement -
২০২২ সালের গোড়ার দিকে অটোয়াতে তিন সপ্তাহের ফ্রিডম কনভয় বিক্ষোভের মূল আয়োজকরা এই শীতে উইনিপেগে নতুন কনভয় করতে যাচ্ছে

২০২২ সালের গোড়ার দিকে অটোয়াতে তিন সপ্তাহের ফ্রিডম কনভয় বিক্ষোভের মূল আয়োজকরা এই শীতে উইনিপেগে নতুন কনভয় করতে যাচ্ছে। কানাডা ইউনিটি এক ফেসবুক পোস্টে বলেছে, ২০২৩ সালের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যানিটোবার রাজধানীতে ওয়ার্ল্ড ইউনিটি কনভয় অনুষ্ঠিত হবে।

কানাডা ইউনিটির প্রতিষ্ঠাতা জেমস বোডার ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওতে বলেছেন, উইনিপেগকে বেছে নেওয়ার কারণ হলো এটা কানাডার মাঝখানে অবস্থিত। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সব জায়গা থেকেই লোকজন এখানে আসতে পারবে। লোকজন সারাদেশ থেকে গাড়ি চালিয়ে আসতে পারবে এবং আমরা মাঝখানে কানাডার হৃদপিন্ডে তাদের সঙ্গে মিলিত হতে পারবো।

- Advertisement -

আগের ঘোষিত ফ্রিডম কনভয় ২.০ থেকে সরে আসা হিসেবে দেখা হচ্ছে একে। ফ্রিডম কনভয় ২০ ফেব্রুয়ারিতে অটোয়াতে হওয়ার কথা ছিল। তাহলে পূর্বঘোষিত অটোয়ার কর্মসূচি কি বাতিল হয়ে গেছে নাকি একই সঙ্গে অনুষ্ঠিত হবে? এ বিষয়ে জানার চেষ্টা করলে কানাডা ইউনিটির ওয়েবসাইটের ডোমেইনটি মেয়াদোত্তীর্ণ দেখায়।

ভিডিওতে আয়োজকরা জানান, তারা অটোয়া অতিক্রম করে যাবেন এবং উইনিপেগে যাওয়ার সময় বাসিন্দাদের তাদের সঙ্গে

যোগ দেওয়ার আহ্বান জানাবেন। ফেসবুক পোস্টের মন্তব্যে কানাডা ইউনিটি লিখেছে, অটোয়া তাদের প্রতি শত্রুভাবাপন্ন।
অবরোধকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার সময় গত ২০ ফেব্রুয়ারি অটোয়াতে গ্রেপ্তার হয়েছিলেন বোডার। তার বিরুদ্ধে প্রতিবদ্ধকতা সৃষ্টি, আদালতের আদেশ অমান্য এবং পিচ অফিসারের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ডাউনটাউন অটোয়াতে না ফেরার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

অটোয়া পুলিশ প্রধান এরিক স্টাবস বলেছেন, কনভয় বিক্ষোভের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য অটোয়া পুলিশ সার্ভিস প্রস্তুত থাকবে। আইনী সমাবেশ ঘিরে নগরীর প্রত্যাশা কি তা জানিয়ে দিতে কর্মকর্তারা এরই মধ্যে আয়োজকদের সঙ্গে কথা বলেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.