শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

সৌগন্ধিকম ডান্স একাডেমীর তেইশতম বর্ষপূর্তি উৎসব

- Advertisement -
বিরতির পর প্রেরণা নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয়

গত পঁচিশ নভেম্বর, টরন্টোর ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটার কক্ষে, সাড়ম্বরে পালিত হলো সৌগন্ধিকম ডান্স একাডেমীর তেইশতম বর্ষপূর্তি উৎসবI অনুষ্ঠানের সূচনা হয়, অসতো মা সদ্গময় মন্ত্রোচ্চারণে বৈদিক মন্ত্র দিয়ে। সৌগন্ধিকম-এর অন্যতম পথপ্রদর্শক, সদ্যপ্রয়াত শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে স্মরণ করলেন গুরু ড. সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শিষ্যরা I অন্ধকার প্রেক্ষাগৃহের মধ্য থেকে, যখন নিঃশব্দে, সারিবদ্ধভাবে, প্রদীপ হাতে প্রায় ষাটজন ছাত্রী মঞ্চে উঠে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন, তখন দর্শকাসনে অনেকের চোখই সজল I

অনুষ্ঠানে ছিল দুটি পর্বঃ প্রথম পর্ব “মার্গম” (পথ) এবং দ্বিতীয় পর্ব “প্রেরণা” I মার্গম পর্বে ছাত্রীরা ভরতনাট্যম এবং মোহিনিআট্যম চিরাচরিত নৃত্যশৈলীতে উপহার দিলেন গুরুবন্দনা, আলারিপু, জাতিস্বরম, বর্ণম, তিল্লানা প্রভৃতিI এই পর্বে শিশু শিল্পীদের সামগ্রিক তাল ও লয়ের দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছেI বিদেশের মাটিতে থেকে, ভাষার ব্যবধান অতিক্রম করে, মাত্র কয়েকদিনের অনুশীলনে, ঈক্ষ্মীকা, প্রাচী, পৃথিকা, প্রিয়াংশি, পূর্বিতা, রাইলীন, ঋতিকা, ঋষিকা, আদ্রিকা, সায়নি, সাথী, সম্পূর্ণা, সাবিহা , তানিষ্ঠা, ঐশানী, অমোঘার নাচ এবং অভিনয় প্রশংসনীয়I

- Advertisement -

বিরতির পর, প্রেরণা নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয় যার মূল বিষয়বস্তু বৈষ্ণব সাহিত্যের ইতিহাস – রাধা ও কৃষ্ণের প্রেম ও ভক্তি কীভাবে সেই জয়দেবের গীতগোবিন্দের যুগ থেকে শুরু হয়ে, বিদ্যাপতি-ভানুসিংহ পেরিয়ে, আজও আধুনিক কবিদের প্রেরণার উৎস সেই নিয়েই এই নৃত্যনাটিকা। শ্রীরাধার ভূমিকায় সংযুক্তা, এবং শ্রীকৃষ্ণের চরিত্রে এষার নাচ এবং অভিনয় ছিল অনিন্দসুন্দরI

সমগ্র অনুষ্ঠানটির মধ্যে, কয়েকটি উপস্থাপনার কথা আলাদাভাবে উল্লেখ না করলেই নয়। মোহিনীঅট্টম নৃত্যে এশার একক তিল্লানা, ওই একই নৃত্যশৈলীতে ইন্দ্রানীর অনির্বচনীয় একক অভিনয় এবং শ্রাবনী, প্রার্থনা এবং সিঞ্চিতার যৌথ প্রবেশনা ভগবতী স্তুতি ছিল অনবদ্যI ভরতনাট্যম শৈলীতে রোশনি, রিয়া, অঙ্কিতা, ও সর্জনা পরিবেশিত মহিষাসুরমর্দিনী স্তোত্র এবং কন্নড় লোকনৃত্য দর্শক-প্রশংসা পেয়েছেI তবে প্রথম পর্বের সর্বশেষ পরিবেশনা – ডান্স ফিউশন — অনুষ্ঠানে সংযোজন করেছে এক অমোঘ উৎকর্ষI মণিপুরীতে অনিন্দিতা , কত্থকে দেবাঞ্জনা, ভরতনাট্যমে রোশনি, রিয়া, অঙ্কিতা ও সর্জনা, এবং মোহিনীঅট্টমে শ্রাবনী প্রার্থনা এবং সিঞ্চিতার নাচ দর্শকদের মুগ্ধ করেছে I বলাইবাহুল্য, প্রথম এবং দ্বিতীয় পর্বের প্রতিটি নৃত্য নিখুঁত নিপুণতার সঙ্গে পরিকল্পনা এবং পরিচালনা করেছেন সংযুক্ত বন্দ্যোপাধ্যায়I

নৃত্যনাট্যের শেষে, সৌগন্ধিকম এর তরফ থেকে “বর্ণ টু লিভ” সংস্থার হাতে অনাথ শিশুদের জন্য কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের কর্ণধার শ্যামল দে সরকারকে সম্মান প্রদান করা হয়I শ্যামল বাবু সৌগন্ধিকমের সকল ছাত্রীকে সার্টিফিকেট, ট্রফি, ও মেডেল প্রদান করেনI
অংশগ্রহণে: আহেলী কুমার, অভিশ্রুতি মন্ডল, আদ্রিকা হালদার, অদ্বিতীয়া রায়, অদ্রিজা মাইতি, অদ্রিজা রায়, অদ্বৈতা চক্রবর্তী, ঐশানী বসু, ঐশানী আচার্য, অমোঘা হালদার, আনিকা সিং, অংকিতা বড়ুয়া, অড্রি চক্রবতী, অভিপ্সা নস্কর, দেববর্নী দাস, ঈশিতা গোস্বামী, ঈক্ষ্মীকা মুখার্জী, জিয়া পাটেল, নৈহৃতি রায়, প্রাচী বসাক, পৃথিকা ঘোষ, প্রিয়াংশি সেনগুপ্ত, পূর্বিতা ভট্টাচার্য, রাইলীন দত্ত, ঋতিকা ঘোষ, ঋষিকা সেন, রিয়া চক্রবতী, রোশনী সেন, সাহানা বড়াল, সারজানা ঘোষ গ্যারিসন, শিবাংশি ঠাকুর, শুচিতা পুরু, শানিয়া সেন, সারা মুখার্জী, শুভশ্রী মজুমদার, সংবিকা পিল্লি, শর্মিলী দাস, সুহানী রায়, সোমদত্তা দাস, তিলোত্তমা রায়, উর্বশী রায়, ত্রিপর্ণা বসু, অনিন্দিতা রায়, ব্রতী কর, দীপান্বিতা রায়, এশা চৌধুরী, ইন্দ্রানী ঘোষ, কস্তুরী মুখোপাধ্যায়, মোনালিসা ঠাকুর, প্রার্থনা চ্যাটার্জী, প্রিয়ঞ্জনা রায়চৌধুরী, শ্রাবনী গুহ মুখার্জী, সিঞ্চিতা রাহা, সায়নি রায়, সাথী ভৌমিক, সম্পূর্ণা মুখোপাধ্যায়, সাবিহা আলী, তানিষ্ঠা শিকদারI

সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন রশ্মি মুখার্জী, আলোক সম্পাতে ঋত্বিক দত্ত এবং পৃথ্বীরাজ ঠাকুর, এবং ধ্বনি সংযোজনা করেছেন সংযুক্তার সুযোগ্য পুত্র ঋতিশমান ব্যানার্জী I

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.