
বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ি ও সংগঠক শেখ মোতালেব পেয়েছেন সম্মানজক কুইনস প্লাটিনাম জুবিলি পিন। কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্যে তাকে এই সম্মাননা দেয়া হয়।
গত ৪ ডিসেম্বর রবিবার স্থানীয় কেনেডি কনভেনশন সেন্টারে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পিন ও সার্টিফিকেট তুলে দেন স্কারবোরো সেন্টারের এমপি সালমা জাহিদ। স্বাগত বক্তব্যে সালমা জাহিদ এমপি বলেন, কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানিত করতে পেরে আমি আনন্দিত। পুরস্কারপ্রাপ্তরা সবসময় কমিউনিটির উন্নয়নের জন্যে কাজ করে যাবে-এই প্রত্যাশা আমার।
পুরস্কার গ্রহণ করে শেখ মোতালেব বলেন, এই প্রাপ্তি আমার জন্যে অনেক আনন্দের। দীর্ঘদিন ধরে আমি লিবারেল পার্টির সঙ্গে কাজ করছি। বাংলাদেশি কমিউনিটির পাশে ছিলাম সবসময়। দীর্ঘসময় ধরে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছি। এসব কাজের স্বীকৃতি হচ্ছে আজকের এই অর্জন। বাকীটা জীবন কমিউনিটির সেবায় নিবেদিত থাকতে চাই।