শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

গার্ল গাইডের ব্রাউনিস নাম বদলে যাচ্ছে

- Advertisement -
ফাইল ছবি

গার্ল গাইড অব কানাডার ব্রাউনিস নাম বদলে যাচ্ছে। নামটি তাদের ব্যক্তিগতভাবে ক্ষতি করছে বলে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সদস্যের কাছ থেকে জানার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গার্ল গাইড অব কানাডার পক্ষ থেকে বলা হয়, নৃতাত্বিক মেয়ে ও নারীদের এতে অন্তর্ভুক্তির বাধাগুলো অপসারণের লক্ষ্যে নামটি পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তন যে সঠিক সেটা পরিস্কার। যেকোনো মেয়ের ক্ষতির কারণ এমন কোনো নাম গার্ল গাইডসের প্রতিনিধিত্ব করতে পারে না। গার্ল গাইডসে বৈচিত্র্য, নায্যতা ও অন্তর্ভুক্তির ব্যাপারে আমাদের প্রতিশ্রুতিই নৃতাত্বিক মেয়েদের অভিজ্ঞতা শুনতে এবং তাদের সুরক্ষা দিতে বাধ্য করে। আমাদের কোনো কিছু যাতে মেয়েদের ক্ষতির কারণ না হয় সেটা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে।

- Advertisement -

গার্ল গাইডসের সাত থেকে আট বছর বয়সী মেয়েদের শাখা ব্রাউনিস আউটডোর নিরাপত্তা, ক্যাম্পিংয়ের মৌলিক বিষয়াদি, বাগান করা ও সংঘাত ব্যবস্থাপনার পাশাপাশি স্বাস্থ্যকর বন্ধুত্ব গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকে। নতুন নাম নির্ধারণে নৃতাত্ত্বিক সদস্যদের সঙ্গে তারা পরামর্শ করছে বলে গার্ল গাইডস অব কানাডার তরফ থেকে বলা হয়েছে।

১৯১০ সালে প্রতিষ্ঠিত গার্ল গাইডস অব কানাডা সম্প্রতি আরও অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.