শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

ক্যানবাংলা টিভির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্যিকী পালিত

- Advertisement -

গত ২৭ নভেম্বর রবিবার টরন্টো থেকে প্রচারিত ক্যানবাংলা টিভির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল ২০৯৮ ডেনফোর্থ এভিনিউস্থ প্রধান কার্যালয়ে। ক্যানবাংলা টিভির চেয়ারম্যান ও সিইও ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ লুৎফর রহমান । বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পেশার মানুষ এই আয়োজনে উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে সকলকে মিষ্টান্ন পরিবেশন করা হয়। ক্যানবাংলা টিভির দুই বৎসর পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণের শুভক্ষণে আগতরা ফুলেল শুভেচ্ছা জানান।

- Advertisement -

ক্যানবাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেরিত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান ও টরন্টোর সিটি মেয়র জন টোরির শুভেচ্ছা বার্তা পাঠ করে শুনান যথাক্রমে রোটারিয়ান রোশন আক্তার ও রিয়েলেটর নুরুল ইসলাম সেলিম। পরবর্তীতে ড. হুমায়ুন কবির প্রধান অতিথি সমেত সকলকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন। প্রথমে টরন্টোর বিশিষ্ট আবৃত্তিকার হিমাদ্রী রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী কবিতা সহ অন্যান্য কবিতা আবৃত্তি করেন। পরবর্তীতে আগতরা ক্যানবাংলা টিভির দুই বৎসরের পথ চলা ও ভবিষ্যতে করনীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে ক্যানবাংলার প্রচারণায় আমাদের দেশ, সংস্কৃতি ও কমিউনিটির কর্মকাণ্ড যেন যথাযথ উঠে আসে সে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আমাদের যে প্রজন্ম কানাডায় বেড়ে উঠছে তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মূলধারার সাথে তাদের সংশ্লিষ্ট রাখতে ক্যানবাংলা যেন সেতুবন্ধন হিসাবে কাজ করে সে পরামর্শও অনেকে প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের প্রাক্তন সভাপতি আব্দুল হালিম মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার সভাপতি ড. এ এম এম তোহা ও সদস্য মনিরুল ইসলাম, গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন কানাডার সভাপতি ইউসুফ শেখ, চট্টগ্রাম এসোসিয়েশন টরন্টোর সভাপতি সরওয়ার জামান, মৌলভীবাজার এসোসিয়েশন টরন্টোর সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মিজান চৌধুরী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নতুন দেশ ডট কমের কর্ণধার শওগাত আলী সাগর ও সিবিএন ডট কমের প্রধান নির্বাহী মাহবুব ওসমানী।

আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, স্কারবোরো সাউথ ওয়েষ্ট লিবারেলের ডাইরেক্টর কবিরুল ইসলাম ও রোটারি ক্লাব অব টরন্টো, ডেনফোর্থের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সনৎ বড়ুয়া, আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি তালুকদার ও সদস্য আব্দুল মান্নান, রোটারিয়ান মোঃ ফারুক, সমাজকর্মী রেজাঊল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মোঃ হেলাল, ক্যানবাংলার গাজী সালাহ উদ্দিন মিম।

অনুষ্ঠানের শেষ পর্যায় ড. হুমায়ুন কবির ক্যানবাংলার পথ চলায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন সাপেক্ষে ধন্যবাদ জানান। পরিশেষে সকলে মিলে নৈশভোজে অংশ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.