
শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কানাডাজুড়ে শিশুদের ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে। এর সমাধান পেতে সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণের দিকে যাচ্ছেন বাবা-মায়েরা।
অন্টারিওর ইটোবিকোকের ফার্মেসি অ্যাট মেডসের কম্পাউন্ড ফার্মাসিস্ট ডেভ হিউজ বলেন, আমরা প্রতিদিন ৫ থেকে ২০ জন বাড়তি অসুস্থ্য শিশু দেখতে পাচ্ছি। প্রতি রাতেই ফার্মেসির সামনে লাইন তৈরি হচ্ছে এবং তারা এক বা একাধিক ওষুধ চাইছেন। কিছু ক্ষেত্রে জরুরিভিত্তিতে ওষুধের প্রয়োজন পড়ছে।
পৃথক দুই অভিভাবক সাক্ষাৎকারে বলেন, শিশুদের চিকিৎসার জন্য তারা নিউ ইয়র্কের বাফেলোতে যাওয়ার পরিকল্পনা করছেন অথবা গিয়েছেন। একজন নারী বলেন, আমার নাতনীর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং চিকিৎসক তাকে টাইলেনল সেবনের পরামর্শ দিয়েছেন। তার ভীষণ মাথাব্যথা ও কাশি। কিন্তু কোথাও টাইনেল মিলছে না। আপনি কোথাও এটি খুঁজে পাবেন না। আমি বাফেলোতে যাচ্ছি।
আরেকজন কেয়ারগিভার বলেন, টরন্টোতে তারা সামান্য পরিমাণ টাইলেনল পেয়েছেন। ওষুধের সন্ধানে সম্প্রতি তারা বাফেলোতে যান। এটা খুবই কঠিন পরিস্থিতি। সম্প্রতি আমি শপার্সে গিয়েছিলাম এবং তাদের কাছে কেবল টাইলেনলই ছিল। তাও পরিমাণে সামান্য এবং এটা কিনতে তারা চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখতে চান। আমি নিজে নিজেই আামি বাফেলোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং তাদের কাছে কয়েক বোতল অবশিষ্ট ছিল। এর মধ্য থেকে এক বোতল কিনে আমি অন্টারিওতে ফিরে আসি।
নজিরবিহীন চাহিদার কারণে অ্যানলজেসিক অথবা ব্যথানাশক ওষুধেল ঘাটতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে হেলথ কানাডা। অন্যদিকে বহু ফার্মাসিস্টের ভাষায়, কয়েক মাস ধরেই সরবরাহ সংকট চলছে।
শ্বাসতন্ত্রের প্রদাহ বেড়ে যাওয়ার কারণে শিশুদের ওষুধের এই স্বল্পতা বলে সম্প্রতি জানান ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জঁ-ইভস ডুকলো। তিনি বলেন, অ্যানালজেকিস ওষুধের চাহিদা আকাশ ছুঁয়েছে। মারাত্মক ক্ষতিকর ভাইরাস যে এর কারণ এখন আমরা সেটা বুঝতে পারছি। ভাইরাসটিতে কানাডাজুড়ে শিশুরা আক্রান্ত হচ্ছে।
হাসপাতালগুলোতে শিশু ভর্তি বৃদ্ধিকেও কারণ হিসেবে দেখছেন কর্মকর্তারা। স্থানীয়ভাবে টরন্টোর হসপিটাল ফর সিক চিলড্রেনের জরুরি কক্ষে সেবা পেতে গড়ে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালের জেনারেল মেডিসিন ইউনি্েট অকুপেন্সি হার ১৩৩ শতাংশ। অটোয়ার চিলড্রেন’স হসপিটাল অব ইস্ট অটোয়া সম্প্রতি দ্বিতীয় আরেকটি শিশু ইউনিট খুলেছে। তবে সামনে মাসগুলোতে সরবরাহ আরও কমবে বলে জানিয়েছেন টরন্টোর ফার্মাসিস্ট আমির খেলা।